ব্যবসায়ী রামা রাজু মন্তেনার মেয়ের বিয়ে উপলক্ষ্যে জমজমাট উদয়পুর
উদয়পুর, ২২ নভেম্বর (হি.স.) : রাজস্থানের উদয়পুরে চলতি সপ্তাহে অনুষ্ঠিত হচ্ছে আমেরিকান ব্যবসায়ী রামা রাজু মন্তেনার কন্যা নেত্রা মন্তেনার শাহী বিয়ে। শনিবার সন্ধ্যায় প্রি-ওয়েডিং ফাংশনের অংশ হিসেবে ট্রাম্প জুনিয়র ও বলিউড তারকা রণবীর সিং মঞ্চে ন
উদয়পুরে বলিউড-হলিউড তারকাদের জমকালো আয়োজন


উদয়পুর, ২২ নভেম্বর (হি.স.) : রাজস্থানের উদয়পুরে চলতি সপ্তাহে অনুষ্ঠিত হচ্ছে আমেরিকান ব্যবসায়ী রামা রাজু মন্তেনার কন্যা নেত্রা মন্তেনার শাহী বিয়ে। শনিবার সন্ধ্যায় প্রি-ওয়েডিং ফাংশনের অংশ হিসেবে ট্রাম্প জুনিয়র ও বলিউড তারকা রণবীর সিং মঞ্চে নেচে মুগ্ধ করেছেন।বলিউড ও হলিউডের তারকাদের সমাগমে শহর যেন নক্ষত্র ঝলমলে উৎসবে

সমাগম। সিটি প্যালেসে জেনিফার লোপেজ ও জাস্টিন বিয়েবার পারফর্ম করবেন। ২৩ নভেম্বর জগমন্দির আইল্যান্ড প্যালেসে হবে মূল বিয়ের অনুষ্ঠান।

বিয়ের তত্ত্বাবধানে রয়েছেন আন্তর্জাতিক-চলচ্চিত্র ও ব্যবসায়ের কয়েকশো বিশিষ্ট অতিথি। বলিউডের বড় নাম যেমন বরুণ ধাওয়ান, কৃতি সেনন, জ্যাকলিন ফার্নান্ডিসও প্রি-ওয়েডিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল প্রযোজক-পরিচালক কারণ জোহরের আয়োজিত টক শো, যেখানে বর ভামসি গাদিরাজু এবং কনে নেত্রা মন্তেনার সঙ্গে হালকা মজা এবং আলাপচারিতা সকলের মন জয় করেছে।

প্রসঙ্গত , শুক্রবার রাতেই উদয়পুর বিমানবন্দরে পৌঁছেছেন হলিউডের সেলিব্রিটি জেনিফার লোপেজ। তাকে লীলা প্যালেসে ঐতিহ্যবাহী রাজস্থানী ফুলের বর্ষণে অভ্যর্থনা জানানো হয়েছে।

বিয়ের মূল অনুষ্ঠান ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। বর -কনে সাত পাকের পর জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করবেন। প্রাচীন পিচোলা হ্রদের মাঝের জগমন্দির আইল্যান্ড প্যালেসে বিয়ের অনুষ্ঠান হবে। উদয়পুরের ঐতিহ্যবাহী রাজপুতানা সৌন্দর্য ও আন্তর্জাতিক অতিথিদের সমাগম এই বিয়েকে রূপ দিয়েছে “গ্লোবাল রয়্যাল উইডিং” হিসেবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande