স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু, পরিবারের পাশে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা
আগরতলা, ২২ নভেম্বর (হি.স.) : আগরতলা শহরের ক্ষুদিরাম বোস ইংলিশ মিডিয়াম স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী দীপান্বিতা পালের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। শনিবার তিনি যোগেন্দ্রনগরে শোকাহত পরিবারের বাসভবনে গি
মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা


আগরতলা, ২২ নভেম্বর (হি.স.) : আগরতলা শহরের ক্ষুদিরাম বোস ইংলিশ মিডিয়াম স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী দীপান্বিতা পালের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। শনিবার তিনি যোগেন্দ্রনগরে শোকাহত পরিবারের বাসভবনে গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং রাজ্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

মুখ্যমন্ত্রী বলেন, “একটি নিষ্পাপ শিশুর অকাল মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক ও বেদনাদায়ক।” তিনি জানান, দীপান্বিতাকে জিবি হাসপাতালে ভর্তি করার পর তাঁর কার্যালয় থেকে চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হয়েছিল। সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। জেলাশাসক ও শিক্ষা দফতরের অধিকর্তাকে দ্রুত তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। তিনি আশ্বাস দিয়েছেন, তদন্তের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

পরিবারের অভিযোগ, ৯ নভেম্বর স্কুলের এক শিক্ষিকের অবহেলার জেরে এই মর্মান্তিক মৃত্যু ঘটে। অভিযোগ রয়েছে, শিক্ষার্থীদের তীব্র রোদে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখা হয়। এ সময় দীপান্বিতা অসুস্থ হয়ে পড়ে, রোদে দগ্ধ ও আংশিক পক্ষাঘাতগ্রস্ত হয় এবং চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।

ঘটনাটি ইতিমধ্যেই ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। স্কুলে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। মুখ্যমন্ত্রীর উদ্যোগে ন্যায়বিচার নিশ্চিত হবে এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে আশাবাদী পরিবার ও সাধারণ মানুষ।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande