আগে কখনও যা হয়নি, পশ্চিমবঙ্গে এখন তাই হচ্ছে : অধীর চৌধুরী
বহরমপুর, ২২ নভেম্বর (হি.স.) : মমতা বন্দ্যোপাধ্যায় তথা তাঁর দল তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তাঁর কথায়, পশ্চিমবঙ্গে আগে কখনও যা হয়নি, এখনই তাই হচ্ছে। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেস নেতা হুমায়ুন কবির বলেছেন ৬ ডিসে
অধীর চৌধুরী


বহরমপুর, ২২ নভেম্বর (হি.স.) : মমতা বন্দ্যোপাধ্যায় তথা তাঁর দল তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তাঁর কথায়, পশ্চিমবঙ্গে আগে কখনও যা হয়নি, এখনই তাই হচ্ছে।

উল্লেখ্য, তৃণমূল কংগ্রেস নেতা হুমায়ুন কবির বলেছেন ৬ ডিসেম্বর তাঁরা মুর্শিদাবাদ জেলার বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবে। এটি সম্পন্ন হতে তিন বছর সময় লাগবে। বিভিন্ন মুসলিম নেতারা সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

হুমায়ুনের মন্তব্য প্রসঙ্গে শনিবার অধীর বলেন, বাংলায় এমন কিছু ঘটছে যা আগে ঘটেনি। তিনি (মমতা বন্দ্যোপাধ্যায়) নিজেকে বিজেপির চেয়ে বেশি 'হিন্দুপ্রেমী' হিসেবে তুলে ধরার জন্য মন্দিরের রাজনীতি করছেন। তাঁর দলের অন্যান্য নেতাদেরও কিছু একটা করতে হবে। এমন পরিস্থিতিতে, তারা বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা করছেন। মন্দির হোক বা মসজিদ, তাতে আমাদের কোনও আপত্তি নেই, কিন্তু মন্দির হোক বা মসজিদ নির্মাণের অজুহাতে নির্বাচনে সমর্থন আদায়ের চেষ্টা করা ঠিক নয়। আমাদের নিশ্চিত করতে হবে যে মেরুকরণের কোনও রাজনীতি যেন না হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande