মিজোরামে উদ্ধার ৪.৭৯ কোটি টাকার মেথামফেটামিন, গ্ৰেফতার দুই মায়ানমারিজ সহ চার
আইজল, ২২ নভেম্বর (হি.স.) : মিজোরামের আইজলে বিএসএফ এবং আবগারি ও নারকোটিক বিভাগের সমন্বিত অভিযানে প্রায় ৪,৭৯,৬৬,৫০০ টাকার নিষিদ্ধ মাদক মেথামফেটামিন (সংক্ষেপে মেথ) ট্যাবলেট এবং হেরোইন উদ্ধার হয়েছে। মাদক পাচার ও কারবারের অভিযোগে মায়ানমারের দুই নাগরিক
মিজোরামে ৪.৭৯ কোটি টাকার মাদক উদ্ধার, গ্ৰেফতার দুই মায়ানমারিজ সহ চার


আইজল, ২২ নভেম্বর (হি.স.) : মিজোরামের আইজলে বিএসএফ এবং আবগারি ও নারকোটিক বিভাগের সমন্বিত অভিযানে প্রায় ৪,৭৯,৬৬,৫০০ টাকার নিষিদ্ধ মাদক মেথামফেটামিন (সংক্ষেপে মেথ) ট্যাবলেট এবং হেরোইন উদ্ধার হয়েছে। মাদক পাচার ও কারবারের অভিযোগে মায়ানমারের দুই নাগরিক সহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।

আজ শনিবার আইজলে অবস্থিত বিএসএফ-কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রাতে সেলিং-আইজলের ৬ নম্বর জাতীয় সড়কে নাকাপয়েন্ট গড়ে কো-অর্ডিনেটেড অপারেশন চালিয়েছিলেন তাঁরা। রাত প্রায় সাড়ে ১০টার দিকে সন্দেহজনক একটি গাড়ির গতিরোধ করে তাতে তালাশি চালিয়ে কোনও মাদকদ্ৰব্য পাওয়া যায়নি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্দেহের বশে গাড়ির দুই আরোহীকে আটক করে ম্যারাথন জেরা চালানো হয়। জেরায় প্রদত্ত বয়ানে তারা জানায়, মাদকের এক বড়সড় চালান আইজলের একটি বাড়িতে রয়েছে।

প্ৰদত্ত স্বীকারোক্তির ভিত্তিতে অভিযানকারী যৌথ দলকে নিয়ে গাড়ির দুই সন্দেহভাজন যাত্রী আইজলের চাঁদমারী পশ্চিমে সংশ্লিষ্ট বাড়িতে যায়। ভোর তখন প্রায় সাড়ে চারটা (৪:৩০)। স্বতন্ত্র কয়েকজন সাক্ষীর উপস্থিতিতে অভিযানকারীরা বাসস্থানে প্রবেশ করে তন্ন তন্ন করে তালাশি চালান। বাড়িতে সে সময় আরও দুই সন্দেহভাজনকে আটক করা হয়।

বাড়িতে ধৃত দুই সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করলে তারা বিপুল পরিমাণের নিষিদ্ধ মাদক ভরতি দুটি ব্যাগ অভিযানকারীদের হাতে তুলে দেয়। ব্যাগ দুটি থেকে ৫.৮৯ কিলোগ্রাম ওজনের সন্দেহভাজন মেথামফেটামিনের ছয়টি প্যাকেট এবং তিনটি সাবান কেস থেকে ৪১ গ্রাম সন্দেহজনক হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্তকৃত মাদকদ্রব্যগুলির কালোবাজারি মূল্য প্ৰায় 4 কোটি ৭৯ লক্ষ ৬৬ হাজার ৫০০ টাকা হবে বলে জানিয়েছেন বিএসএফ-এর আধিকারিক-সূ্ত্র।

সন্দেহভাজন চারজনকে গ্রেফতার করে বাজেয়াপ্তকৃত করে তদন্ত প্রক্রিয়া চালাতে মাদকদ্ৰব্যগুলি আবগারি ও নারকোটিক দফতরে হস্তান্তর করা হয়েছে বলে জানান বিএসএফ-এর আধিকারিক।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande