
কলকাতা, ২২ নভেম্বর (হি.স.): মৃত্যু নিয়েও পশ্চিমবঙ্গের চলছে এসআইআর রাজনীতি। পশ্চিমবঙ্গে এসআইআর-এর কাজ শুরু হওয়ার পর থেকেই বিএলও-দের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। তা নিয়ে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা মমতাকে এসআইআর নিয়ে রাজনীতি করার অভিযোগ এনেছে বিজেপি। এমতাবস্থায় তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ বললেন, রাজস্থান, গুজরাট থেকেও বিলও-দের মৃত্যুর খবর আসছে।
শনিবার এক সাংবাদিক সম্মেলনে এসআইআর সম্পর্কে কুণাল ঘোষ বলেন, শুধু বাংলাতেই নয়, রাজস্থান, তামিলনাড়ু এবং গুজরাটেও বিএলও (বুথ লেভেল অফিসার) আত্মহত্যার খবর আসছে। এটা খুবই দুর্ভাগ্যজনক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রক্রিয়ার (বর্তমান এসআইআর প্রক্রিয়া) নিন্দা এবং বিরোধিতা করেছেন। একদিকে, ভারতের সাধারণ প্রকৃত ভোটাররা আত্মহত্যা করে মারা যাচ্ছেন, অন্যদিকে, বিএলওরা আত্মহত্যা করে মারা যাচ্ছেন। এই বিষয়ে বক্তব্য দেওয়া বিজেপি নেতারা কেবল শোকসন্তপ্ত পরিবারগুলিকে নিয়ে উপহাস করছেন। এই পুরো ব্যবস্থাটি ব্যবহারিক নয় এবং এটিই তৃণমূলের অবস্থান। দুই বছর সময় লাগে এমন একটি কাজ সম্পন্ন করার জন্য দুই মাস কীভাবে যথেষ্ট হতে পারে?
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা