
কলকাতা, ২২ নভেম্বর (হি. স.) : মথুরাপুরে ছাদ থেকে গৃহবধূকে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগে শনিবার ২ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ।
ঘটনায় প্রকাশ, দক্ষিণ ২৪ পরগণা জেলার মথুরাপুর থানা এলাকার তেঁতুলবেড়িয়াতে শুক্রবার সকালে গৃহ নির্মাণকে কেন্দ্র করে বিবাদের জেরে এক গৃহবধূকে মারতে মারতে ছাদের উপরে টেনে নিয়ে গিয়ে ছাদের ওপর থেকে তাঁকে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগে শুক্রবার গভীর রাতে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে মথুরাপুর থানার পুলিশ। শনিবার পুলিশ জানিয়েছে, ধৃত তনয় পাইক ও জিৎ রায়। উভয়কে শেষ পর্যন্ত মথুরাপুর থানার তেঁতুলবেড়িয়া এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে শনিবার তাদের ডায়মন্ড হারবার মহাকুমা আদালতে পাঠানো হয়েছে।
অন্যদিকে, জখম গৃহবধূ মঙ্গলা হালদার আপাতত হাসপাতালেই চিকিৎসাধীন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা জেলার মথুরাপুর থানার তেঁতুলবেড়িয়া এলাকায় অবশিষ্ট অংশে গৃহনির্মাণ করার কাজ শুরু করে প্রতিবেশীরা। সেই সময় বাধা দেন তেঁতুলবেড়িয়ার বাসিন্দা গৃহবধূ মঙ্গলা হালদার। ওই কাজ বন্ধ করে দিয়ে আলোচনার জন্য জানাতে যত বিপত্তি। এতেই ক্ষিপ্ত প্রতিবেশীরা। মঙ্গলাকে মারধর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মৌখিক অভিযোগ পাওয়া গেছে তাকে বেধড়ক মারের পর টেনে বাড়িতেই ছাদের উপরে নিয়ে যায়। তারপর সেখান থেকে তাকে নিচে মাটিতে ঠেলে ফেলে দেওয়া হয়। এরপর গুরুতর জখম অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এরপর ৮ জনের নামে মথুরাপুর থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। জখম মঙ্গলা হালদারের মা রুপালী পাইক জানান, আইনের পথেই বিচার হোক। সেই অভিযোগের ভিত্তিতেই এদিন তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে, গোপন সূত্রে খবর পেয়েই গতকাল রাতে মথুরাপুর থানার ওসি সুদীপ মন্ডলের নির্দেশে মথুরাপুরের তেঁতুলবেড়িয়ার এলাকা থেকে তনয় পাইক ও জিৎ রায়কে গ্রেফতার করেছে তদন্তকারী পুলিশ অফিসার অনুপ মন্ডল।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত