
ফালাকাটা, ২২ নভেম্বর ( হি. স.) : ফালাকাটার কাদম্বিনী চা বাগানে উদ্ধার হল একটি চিতাবাঘের দেহ । যা নিয়ে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, শনিবার কাদম্বিনী চা বাগানের আট নম্বর সেকশনে কাজ করছিলেন কয়েকজন মহিলা শ্রমিক। তাঁরাই প্রথম চিতাবাঘটিকে শুয়ে থাকতে দেখেন। তবে শ্রমিকরা আগে বুঝতে পারেননি যে চিতাবাঘটি মৃত। তাই প্রথমে শ্রমিকদের মধ্যে এনিয়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর খবর দেওয়া হয় জলদাপাড়া বন দফতরকে। পরে বনকর্মীরা এসে নিশ্চিত করেন যে চিতাবাঘটি মৃত। এরপর দেহটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়।
বন দফতর জানিয়েছে, চিতাবাঘটি পুরুষ। দেহের কোথাও আঘাতের চিহ্ন নেই। প্রাথমিক অনুমান, বার্ধক্যজনিত কারণেই মৃত্যু হয়েছে চিতাবাঘটির। যদিও ময়নাতদন্তের পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছেন জলদাপাড়ার ডিএফও পারভিন কাশোয়ান। উল্লেখ্য, গত বছর ২ ডিসেম্বর এই বাগানেই খাঁচাবন্দি হয়েছিল চিতাবাঘ।
হিন্দুস্থান সমাচার / সোনালি