চুক্তিভিত্তিক ডাটা এন্ট্রি অপারেটরে আপত্তি, নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য হলে যথোপযুক্ত ব্যবস্থা
কলকাতা, ২২ নভেম্বর (হি. স.) : স্পেশাল ইনটেনসিভ রিভিশন অর্থাৎ এস আই আর তথা ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীর কাজ চলছে জোরকদমেই। এর পরিপ্রেক্ষিতেই মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে সমস্ত জেলায় ইতিমধ্যেই পৌঁছে গেছে জরুরি ভিত্তিতে বার্তা যে, চ
মুখ্য নির্বাচন আধিকারিকের দফতর থেকে নির্দেশ


কলকাতা, ২২ নভেম্বর (হি. স.) : স্পেশাল ইনটেনসিভ রিভিশন অর্থাৎ এস আই আর তথা ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীর কাজ চলছে জোরকদমেই। এর পরিপ্রেক্ষিতেই মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে সমস্ত জেলায় ইতিমধ্যেই পৌঁছে গেছে জরুরি ভিত্তিতে বার্তা যে, চুক্তিভিত্তিক ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগে আপত্তি রয়েছে। শুধু তাই নয় যে, চুক্তিভিত্তিক স্টাফ তথা কর্মীও বাংলা সহায়ক কেন্দ্রের স্টাফকে ওই কাজে ব্যবহার করা যাবে না।

শুক্রবার স্বাক্ষরিত ওই চিঠিতে জেলার নির্বাচনী আধিকারিকের কাছে এই মর্মে জানানো হয়েছে যে, নিয়ম না মানলে ও নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে ওই গুরুত্বপূর্ণ কাজ না হলে পরে আইন মেনে সংশ্লিষ্ট ব্যাক্তির বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande