পীর পাঞ্জাল পর্বতমালার কিছু অংশে হালকা তুষারপাত, জারি সতর্কতা
শ্রীনগর, ২২ নভেম্বর (হি.স.) : জম্মু ও কাশ্মীরে পীর পাঞ্জাল পর্বতমালার কিছু অংশে হালকা তুষারপাত হয়েছে। শনিবার সকালে মুঘল রোডের পীর কি গলির উঁচু অংশে তুষারপাতের দৃশ্য দেখা যায়। হালকা তুষারপাতের ফলে অঞ্চলজুড়ে তাপমাত্রা কমেছে। যা কাশ্মীরের উঁচু অংশে
পীর পাঞ্জাল পর্বতমালার কিছু অংশে হালকা তুষারপাত, সতর্কতা জারি


শ্রীনগর, ২২ নভেম্বর (হি.স.) : জম্মু ও কাশ্মীরে পীর পাঞ্জাল পর্বতমালার কিছু অংশে হালকা তুষারপাত হয়েছে। শনিবার সকালে মুঘল রোডের পীর কি গলির উঁচু অংশে তুষারপাতের দৃশ্য দেখা যায়। হালকা তুষারপাতের ফলে অঞ্চলজুড়ে তাপমাত্রা কমেছে। যা কাশ্মীরের উঁচু অংশে শীতকালের আগাম পরিবর্তনের ইঙ্গিত দেয়। শনিবার এই বিষয়ে জানিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতরের মতে, তুষারপাত শনিবার ভোরে শুরু হয়েছিল এবং এর ফলে ১১,০০০ ফুটেরও বেশি উচ্চতায় অবস্থিত পীর কি গলির আশেপাশের রাস্তায় হালকা তুষারপাত রয়েছে। আবহাওয়ার পরিবর্তনের কারণে, আধিকারিক মুঘল রোড ব্যবহারকারী যাত্রীদের জন্য একটি সতর্কতা জারি করেছে। বিশেষ করে গভীর রাতে যখন অন্ধকার থাকে। যদিও যানবাহন চলাচল বন্ধ করা হয়নি, তবে খাড়া বাঁকগুলিতে পিচ্ছিল রাস্তার কারণে ধীর গতিতে যানচলাচল হচ্ছে ।

আবহাওয়া দফতর ইঙ্গিত দিয়েছে যে আগামী ২৪ ঘন্টায় উপত্যকার উঁচু এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সমতল অঞ্চল শুষ্ক থাকবে বলে আশা করা হচ্ছে। আধিকারিকরা জানিয়েছেন, যে স্বাভাবিক সময়ে মুঘল রোডে নিরাপদ ভ্রমণ নিশ্চিত করার জন্য তুষারপাতের ঘটনা পর্যবেক্ষণ করা হবে।

প্রসঙ্গত , শীতের দাপট ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কাশ্মীর উপত্যকায়। হিমাঙ্কের নীচে নেমে গিয়েছে নানা স্থানের তাপমাত্রা। এমতাবস্থায় জম্মু ও কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, ডিসেম্বরের শুরুতেই তুষারপাতের সম্ভাবনা রয়েছে কাশ্মীরে। আবহাওয়া দফতর জানিয়েছে, ২-৩ ডিসেম্বর জম্মু ও কাশ্মীরের উঁচু পাহাড়ে বিক্ষিপ্তভাবে তুষারপাত হতে পারে। পূর্বাভাসে জানানো হয়েছে, ১ ডিসেম্বর পর্যন্ত জম্মু ও কাশ্মীরের সর্বত্রই আবহাওয়া থাকবে শুষ্ক। ১০ ডিসেম্বর পর্যন্ত ফের শুষ্ক থাকবে উপত্যকা।

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande