
কলকাতা, ২১ নভেম্বর, (হি.স.): ফের মেট্রোর লাইনে ঝাঁপ। মহাত্মা গান্ধী স্টেশনে ডাউন লাইনে এক যাত্রী ঝাঁপ দেন বলে খবর। মেট্রো চলে ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত। দক্ষিণেশ্বর থেকে সেন্ট্রাল পর্যন্ত মেট্রো পরিষেবা ব্যাহত।
শনিবার দুপুরে মহাত্মা গান্ধী স্টেশনে এক যাত্রী লাইনে ঝাঁপ দেন। ফলত ডাউন লাইনে পরিষেবা ব্যাহত হয়। আংশিক রুটে মেট্রো চালানো সিদ্ধান্ত নেওয়া হয়। গত ২০ নভেম্বর একই ঘটনা ঘটে নেতাজি স্টেশনে। দুপুর তিনটে নাগাদ এক যাত্রী মেট্রোর লাইনে ঝাঁপ দেন বলে অভিযোগ। সে সময়ও ব্লু লাইনে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ হয় পরিষেবা।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত