
নয়াদিল্লি, ২২ নভেম্বর (হি.স.) : আগামী ২ ডিসেম্বর থেকে কাশী তামিল সঙ্গম ৪.০ (কেটিএস ৪.০) আয়োজন করতে চলেছে শিক্ষা মন্ত্রক। তামিলনাড়ু থেকে ১,৪০০ জনেরও বেশি প্রতিনিধি ১৫ ডিসেম্বর পর্যন্ত বারাণসীতে অনুষ্ঠিত এই সঙ্গমে অংশগ্রহণ করবেন।
শনিবার শিক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে শুরু হওয়া এই উদ্যোগের লক্ষ্য তামিলনাড়ু এবং কাশীর মধ্যে প্রাচীন সাংস্কৃতিক, ভাষাগত এবং জ্ঞান ঐতিহ্যের বন্ধন আরও জোরদার করা। এই কর্মসূচির সমন্বয় করছে আইআইটি মাদ্রাজ এবং বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, যার মধ্যে বেশ কয়েকটি কেন্দ্রীয় মন্ত্রক এবং উত্তরপ্রদেশ সরকারের সহায়তা রয়েছে।
২০২২ সালে শুরু হওয়া সঙ্গম ব্যাপক জনসাধারণের অংশগ্রহণের মাধ্যমে দুটি প্রাচীন সভ্যতার মধ্যে একটি শক্তিশালী সাংস্কৃতিক সেতু তৈরি করেছে। চতুর্থ সংস্করণের থিম হল তামিল শিখুন - তামিল করকলম। এর আওতায়, দেশব্যাপী তামিল ভাষা শেখার প্রচার এবং ভারতের ধ্রুপদী ভাষাগত ঐতিহ্যকে জনপ্রিয় করার উপর বিশেষ জোর দেওয়া হবে।
তামিলনাড়ু থেকে ১,৪০০ জনেরও বেশি প্রতিনিধি আট দিনের অভিজ্ঞতামূলক ভ্রমণে বের হবেন। এর মধ্যে থাকবেন ছাত্র, শিক্ষক, মিডিয়া পেশাদার, কৃষি ও সংশ্লিষ্ট ক্ষেত্রের সঙ্গে জড়িত ব্যক্তিরা, কারিগর, মহিলা এবং আধ্যাত্মিক পণ্ডিতরা। তারা বারাণসী, প্রয়াগরাজ এবং অযোধ্যা সফর করবেন এবং সাংস্কৃতিক, সাহিত্যিক এবং একাডেমিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
প্রতিনিধিদের কাশীর তামিল ঐতিহ্যবাহী স্থানগুলিও পরিদর্শন করানো হবে, যার মধ্যে রয়েছে মহান কবি সুব্রামানিয়া ভারতীর পৈতৃক নিবাস, কেদার ঘাট, লিটিল তামিলনাড়ু অঞ্চলের কাশী ম্যাডাম, কাশী বিশ্বনাথ মন্দির এবং মাতা অন্নপূর্ণা মন্দির। এছাড়াও বিএইচইউ-এর তামিল বিভাগে একটি সাহিত্যিক ও একাডেমিক সংলাপও অনুষ্ঠিত হবে।
কেটিএস ৪.০-এর আওতায় গুরুত্বপূর্ণ উদ্যোগগুলির মধ্যে রয়েছে সন্ত অগস্ত্য বাহন যাত্রা, যা ২ ডিসেম্বর তেনকাশি থেকে শুরু হবে এবং ১০ ডিসেম্বর কাশীতে শেষ হবে। এই যাত্রা তামিলনাড়ু এবং কাশীর মধ্যকার প্রাচীন সাংস্কৃতিক পথগুলিকে পুনর্বিবেচনা করবে। এই ভ্রমণটি পাণ্ড্য শাসক আদি বীর পরাক্রম পাণ্ডিয়ানের ঐক্য যাত্রার প্রতি উৎসর্গীকৃত, যিনি তেনকাশিতে একটি শিব মন্দির নির্মাণ করে দক্ষিণ কাশীর সংকল্পকে প্রতিষ্ঠা করেছিলেন।
এছাড়াও, তামিল করকলম অভিযানের আওতায়, ৫০ জন তামিল শিক্ষক কাশীর স্কুলগুলিতে তামিল পড়াবেন। উত্তরপ্রদেশের শিক্ষার্থীদের জন্য তামিলনাড়ু স্টাডি ট্যুর : এই প্রোগ্রামের আওতায় মোট ৩০০ জন শিক্ষার্থীকে ১৫ দিনের জন্য তামিলনাড়ুতে পাঠানো হবে। সেখানে তাদের তামিল ভাষা, সংস্কৃতি এবং ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে।
সকল বিভাগের জন্য নিবন্ধন পোর্টাল kashitamil.iitm.ac.in-এ পাওয়া যাবে, যার শেষ তারিখ ২১ নভেম্বর, ২০২৫ রাত ৮টা। নির্বাচন কুইজ ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। তামিলনাড়ু স্টাডি ট্যুরের জন্য একটি নিবেদিতপ্রাণ নিবন্ধন পোর্টাল kashitamil.bhu.edu.in-এ পাওয়া যাবে। কাশী তামিল সঙ্গমম ৪.০ সাংস্কৃতিক বিনিময় এবং জাতীয় ঐক্যকে শক্তিশালী করার জন্য একটি উল্লেখযোগ্য প্রচেষ্টা, যা ভারতের সভ্যতার ধারাবাহিকতা এবং বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বার্তাকে আরও শক্তিশালী করবে।
হিন্দুস্থান সমাচার / সোনালি