হবিবপুরে পথশ্রী প্রকল্পে সাত কিলোমিটার নতুন রাস্তার উদ্বোধন
মালদা, ২২ নভেম্বর ( হি. স.): পথশ্রী প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের উদ্যোগ ও অর্থানুকূল্যে মালদার হবিবপুর ব্লকে সাত কিলোমিটার দীর্ঘ পিচঢালাই রাস্তার কাজের উদ্বোধন হল শনিবার। কেন্দপুকুর হাটখোলা থেকে কলাইবাড়ি হয়ে সাজ
নতুন রাস্তা তৈরি


মালদা, ২২ নভেম্বর ( হি. স.): পথশ্রী প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের উদ্যোগ ও অর্থানুকূল্যে মালদার হবিবপুর ব্লকে সাত কিলোমিটার দীর্ঘ পিচঢালাই রাস্তার কাজের উদ্বোধন হল শনিবার। কেন্দপুকুর হাটখোলা থেকে কলাইবাড়ি হয়ে সাজিনা পর্যন্ত রাস্তাটি বহু বছর ধরেই বেহাল অবস্থায় ছিল। দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে কয়েক মাস আগে গ্রামবাসীরা আন্দোলনও করেছিলেন। অবশেষে প্রায় তিন কোটি টাকার বরাদ্দে রাস্তার পুনর্নির্মাণের কাজ সম্পন্ন হয় এবং এদিন সেই রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন হয়।কেন্দপুকুর এলাকায় ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে রাস্তার উদ্বোধন করেন মালদা জেলাপরিষদের সভাধিপতি লিপিকা বর্মণ ঘোষ। উপস্থিত ছিলেন জেলাপরিষদের কর্মাধ্যক্ষ রেজিনা মুর্মু, সদস্য ফিরোজ সেখ, সমাজসেবী স্বপন সরকারসহ বিশিষ্ট ব্যক্তিরা। স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তার বেহাল দশার ফলে বহুদিন ধরেই দৈনন্দিন যাতায়াতে ভোগান্তি ছিল। নতুন রাস্তা তৈরি হওয়ায় কানতুর্কা, আকতৈল এবং ধুমপুর অঞ্চলের কয়েক হাজার মানুষ উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande