
নয়াদিল্লি, ২২ নভেম্বর (হি.স.): দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার সঙ্গে দেখা করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। স্বাস্থ্য-সহ নানা বিষয়ে নাড্ডার সঙ্গে এদিন কথা বলেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী।
নাড্ডার সঙ্গে সাক্ষাতের পর ওড়িশার মুখ্যমন্ত্রী এক্স মাধ্যমে জানান, আমরা ওড়িশার স্বাস্থ্য পরিকাঠামো এবং ভবিষ্যতের উদ্যোগের রোডম্যাপ নিয়ে আলোচনা করেছি। তাঁর দূরদর্শী নির্দেশনা আমাদের আরও নিষ্ঠা ও প্রতিশ্রুতির সঙ্গে সেবা করার জন্য অনুপ্রাণিত করবে।
ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, নতুন দিল্লির প্রগতি ময়দানে ৪৪-তম ভারত আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলছে। ওড়িশা দিবস উপলক্ষে, ওড়িশা প্যাভিলিয়নে আজ ওড়িশার সংস্কৃতি প্রদর্শনের জন্য বিপুল সংখ্যক মানুষের সমাগম হচ্ছে। আমি ভারতের বিভিন্ন রাজ্য থেকে আসা আমার ভাইবোনদের স্বাগত জানাই।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা