
জম্মু, ২২ নভেম্বর (হি.স.) : জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলার আন্তর্জাতিক সীমান্তের (আইবি) কাছে একটি গ্রামের উপর দিয়ে পাকিস্তানি ড্রোন উড়তে দেখা গেছে । শুক্রবার গভীর রাতে ড্রোনটি উড়তে দেখা যায়। এই ঘটনার পর এলাকায় তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।
শনিবার এক আধিরকারিক জানিয়েছেন, শুক্রবার গভীর রাতে পাকিস্তানের চক ভুরা পোস্ট থেকে ড্রোনটি উড়ে আসতে দেখা যায়, এরপর কয়েক মিনিটের জন্য ড্রোনটি ঘাগওয়াল এলাকার রিগাল গ্রামের উপর দিয়ে ঘোরাফেরা করে এবং তারপর সীমান্তের অন্য প্রান্তে ফিরে আসে। সেখান দিয়ে যাওয়ার সময় ড্রোনটি মাদক বা অস্ত্রের কোনও প্যাকেট ফেলেছে কিনা, তা নিশ্চিত করার জন্য নিরাপত্তা বাহিনী এলাকায় তল্লাশি চালাচ্ছে। শনিবার সকালেও নিরাপত্তা বাহিনী এলাকায় তল্লাশি চালিয়েছে । এবং সীমান্ত এলাকা জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়।
হিন্দুস্থান সমাচার / সোনালি