ঝাড়গ্রামে সহায় প্রকল্পে আইনি সচেতনতা ও শীতবস্ত্র বিতরণ পুলিশ প্রশাসনের
ঝাড়্গ্রাম, ২২ নভেম্বর (হি.স.) : ঝাড়্গ্রাম জেলা পুলিশের ‘সহায়’ প্রকল্পের আওতায় বিভিন্ন থানা এলাকায় চলছে জনকল্যাণমূলক কর্মসূচি। শনিবার সেই উদ্যোগে জামবনি থানার পক্ষ থেকে চিচিড়া অঞ্চলের বেলিয়াগুড়ি গ্রামে আইনি সচেতনতা শিবির ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
ঝাড়গ্রামে সহায় প্রকল্পে আইনি সচেতনতা ও শীতবস্ত্র বিতরণ পুলিশ প্রশাসনের


ঝাড়্গ্রাম, ২২ নভেম্বর (হি.স.) : ঝাড়্গ্রাম জেলা পুলিশের ‘সহায়’ প্রকল্পের আওতায় বিভিন্ন থানা এলাকায় চলছে জনকল্যাণমূলক কর্মসূচি। শনিবার সেই উদ্যোগে জামবনি থানার পক্ষ থেকে চিচিড়া অঞ্চলের বেলিয়াগুড়ি গ্রামে আইনি সচেতনতা শিবির ও শীতবস্ত্র বিতরণ করা হয়।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়্গ্রামের এসডিপিও শামিম বিশ্বাস, জামবনি থানার আইসি অভিজিৎ বসু মল্লিক, স্থানীয় পঞ্চায়েত প্রধানসহ থানার একাধিক পুলিশ আধিকারিক।

শীতের শুরুতেই প্রায় ২০০ জন দুঃস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি ‘সেভ ড্রাইভ সেভ লাইফ’, বাল্যবিবাহ প্রতিরোধ, সাইবার অপরাধ থেকে সতর্কতা সহ নানা বিষয়ে গ্রামবাসীদের সচেতন করেন পুলিশ আধিকারিকরা।

---------------

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande