মানসিক চাপে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে বিএলও-রা, অভিযোগ প্রতিমার
কলকাতা, ২২ নভেম্বর (হি.স.): মানসিক চাপে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে বিএলও-রা, এমনই গুরুতর অভিযোগ করলেন জয়নগরের তৃণমূল কংগ্রেস সাংসদ প্রতিমার মণ্ডল। শনিবার এক সাংবাদিক সম্মেলনে প্রতিমা মণ্ডল বলেন, বিএলও-দের চাপ সামলাতে হিমশিম খেতে হয়েছে। তাঁদের অনে
প্রতিমা মণ্ডল


কলকাতা, ২২ নভেম্বর (হি.স.): মানসিক চাপে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে বিএলও-রা, এমনই গুরুতর অভিযোগ করলেন জয়নগরের তৃণমূল কংগ্রেস সাংসদ প্রতিমার মণ্ডল। শনিবার এক সাংবাদিক সম্মেলনে প্রতিমা মণ্ডল বলেন, বিএলও-দের চাপ সামলাতে হিমশিম খেতে হয়েছে। তাঁদের অনেকেই ইলেকট্রনিক যন্ত্রপাতি পরিচালনায় বিশেষজ্ঞ নন। তারা প্রায় ৯৫ শতাংশ অফলাইন কাজ সম্পন্ন করেছেন, কিন্তু অনলাইন পোর্টালে বিস্তারিত তথ্য দিতে পারেননি। তারা কর্তৃপক্ষের কাছে নিজেদের উদ্বেগ প্রকাশ করেছেন কিন্তু কোনও সাড়া পাননি। এই চাপের কারণে কিছু বিএলও তাদের জীবন শেষ করে দিয়েছেন। প্রতিমা মণ্ডল স্পষ্ট অভিযোগ করেছেন, কাজের চাপ সহ্য করতে না পেরেই আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন বিএলও-রা।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande