নাগরিকদের জীবনযাত্রার মান উন্নত করতে সরকার বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে : রাষ্ট্রপতি
পুট্টাপার্থী, ২২ নভেম্বর (হি.স.) : নাগরিকদের জীবনযাত্রার মান উন্নত করতে সরকার বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে। বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি জোর দিয়ে বলেন, দেশের উন্নয়নের জন্য মানুষের দক্ষতা এবং শক্তিকে কাজে লাগাতে হবে। রাষ্ট্রপতি শনিবার পুট্টাপা
রাষ্ট্রপতি


পুট্টাপার্থী, ২২ নভেম্বর (হি.স.) : নাগরিকদের জীবনযাত্রার মান উন্নত করতে সরকার বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে। বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি জোর দিয়ে বলেন, দেশের উন্নয়নের জন্য মানুষের দক্ষতা এবং শক্তিকে কাজে লাগাতে হবে। রাষ্ট্রপতি শনিবার পুট্টাপার্থীর প্রশান্তি নিলয়মে ভগবান শ্রী সত্য সাই বাবার শতবর্ষ উদযাপন উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানে ভাষণ দেন। তিনি সাই কুলবন্ত হলে শ্রী সত্য সাই বাবার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

সম্মিলিত অংশগ্রহণের আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, আধ্যাত্মিক সংগঠন, এনজিও, বেসরকারি ক্ষেত্র এবং নাগরিক সকলেরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় ২০৪৭ সালের মধ্যে ভারত একটি বিকশিত ভারত হয়ে উঠতে পারে। শ্রী সত্য সাই বাবার ভূমিকা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, তিনি সমাজ ও মানুষের কল্যাণে তাঁর জীবন উৎসর্গ করেছিলেন। তিনি বলেন, শ্রী সত্য সাই বাবা সর্বদা এই বিশ্বাসের উপর জোর দিতেন যে মানবতার সেবাই ঈশ্বরের সেবা। তিনি বলেন, বিশ্বজুড়ে বাবার ভক্তরা সুবিধাবঞ্চিতদের সেবা করে চলেছেন এবং নিঃস্বার্থ সেবার মাধ্যমে প্রকাশিত নিঃস্বার্থ ভালোবাসার তাঁর বার্তা মানুষকে অনুপ্রাণিত করে চলেছে। এর আগে, পুট্টাপার্থীতে পৌঁছালে রাষ্ট্রপতিকে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু স্বাগত জানান।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande