
গিরিডিহ, ২২ নভেম্বর (হি.স.): ঝাড়খণ্ডের গিরিডিহ জেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার গিরিডিহ জেলার বাগোদর থানার অন্তর্গত এলাকায় ঘটনাটি ঘটেছে। এতে এক লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পত্তি পুড়ে গেছে।
শনিবার পুলিশ সূত্রে জানা গাছে , শনিবার ভোরে বাগোদর বাজারের পুরাতন জিটি রোডের টাউন হলের কাছে তিনটি ফুটপাতের দোকান গুলিতে আগুন লেগে যায়। আগুন লাগার সঙ্গে সঙ্গেই লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পায়ে পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার জেরে এক লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পত্তি পুড়ে যায়। এছাড়াও আগুনে তিনটি দোকান এবং তাদের জিনিসপত্র পুড়ে যায়।
এক পুলিশ আধিকারিক জানান, যে আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। সন্দেহ করা হচ্ছে যে এটি শর্ট সার্কিটের কারণে ঘটেছে। ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন