
বাঁকুড়া, ২২ নভেম্বর (হি.স.): পুলিশ আধিকারিকের বাড়ি থেকে টাকা চুরির মিথ্যা অভিযোগে পরিচারিকাকে নিগ্রহের প্রতিবাদে স্থানীয় জনজাতিরা রানীবাঁধ ও বারিকুল সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। অভিযোগ ও ঘটনার তদন্তের দাবিতে শুক্রবার রাতে থেকে শুরু হওয়া বিক্ষোভ শনিবার সকালেও পুনরায় শুরু হয়।
অবরোধের ফলে গুরুত্বপূর্ণ সড়ক দু’টি বন্ধ হয়ে গেলে পুলিশ ও র্যাফ ঘটনাস্থলে পাঠানো হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অবরোধকারীদের সরানোর চেষ্টা করা হলে পুলিশ লাঠিচার্জ করে। পুলিশ জানিয়েছে, বিজেপি কর্মীসহ ১২ জনকে আটক করা হয়েছে।
স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, রানীবাঁধ থানার সেকেন্ড আধিকারিকের বাড়ি থেকে টাকা চুরি হয়। এবং পরিচারিকাকে অভিযুক্ত করে চাপ সৃষ্টি করা হয়। এমনকি তার পরিবারের সদস্যদের শাসিয়ে টাকা ফেরতের চেষ্টা করা হয়। এই ঘটনার প্রতিবাদে স্থানীয়রা রাস্তা অবরোধ করলে বিজেপি কর্মীরাও এতে যোগ দেন। স্থানীয় বিজেপি নেতৃত্ব পুলিশি লাঠিচার্জের তীব্র নিন্দা জানিয়েছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট