হাজোর শনিয়াদিতে সড়ক দুৰ্ঘটনায় হত দুই ছাত্ৰী, গুরুতরভাবে আহত আরও এক
হাজো (অসম), ২২ নভেম্বর (হি.স.) : কামরূপ (গ্রামীণ) জেলার অন্তর্গত হাজোর শনিয়াদি এলাকায় ভয়ংকর এক সড়ক দুৰ্ঘটনায় দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। নিহতদের জ্ঞানজ্যোতি জাতীয় বিদ্যালয়ের ছাত্ৰী আদনিন নেহার (১৪) এবং নাজমিন আখতারা (১৪) বলে শনাক্ত করা হয়েছে। আ
সড়ক দুৰ্ঘটনায় মৃত্যু_প্রতিনিধিত্বমূলক ছবি


হাজো (অসম), ২২ নভেম্বর (হি.স.) : কামরূপ (গ্রামীণ) জেলার অন্তর্গত হাজোর শনিয়াদি এলাকায় ভয়ংকর এক সড়ক দুৰ্ঘটনায় দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। নিহতদের জ্ঞানজ্যোতি জাতীয় বিদ্যালয়ের ছাত্ৰী আদনিন নেহার (১৪) এবং নাজমিন আখতারা (১৪) বলে শনাক্ত করা হয়েছে। আহত ছাত্রীর নাম সাহিন আখতারা (১৪)।

আজ শনিবার সকালে তিন সহপাঠিনী প্ৰাইভেট টিউশনে যাচ্ছিল। কিন্তু শনিয়াদি এলাকায় পেছন থেকে দুরন্ত একটি চার চাকার বলেরো তাদের পেছন থেকে সজোরে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীরা জানান, বলেরোটি তিন ছাত্রীকে পিষে বেশ কয়েক মিটার দূরে নিয়ে যায়। এতে দুৰ্ঘটনাস্থলে মৃত্যুবরণ করে এক ছাত্রী।

প্রত্যক্ষদর্শী স্থানীয়রা আহত তিন ছাত্রীকে রাস্তা থেকে উদ্ধার করে উত্তর গুয়াহাটি মাল্টি স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে আদনিন নেহারকে মৃত বলে ঘোষণা করে নাজমিন আখতারা এবং সাহিন আখতারার উন্নত চিকিৎসার জন্য গৌহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন ডাক্তাররা। কিন্তু দুর্ভাগ্যবশত গৌহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা শুরু করার কিছুক্ষণের মধ্যে নাজমিন আখতারার প্রাণবায়ু চলে যায়। চিকিৎসাধীন আরেক ছাত্রী সাহিন আখতারার শারীরিক অবস্থাও সংকটজনক বলে জানা গেছে।

এদিকে উত্তেজিত স্থানীয় জনতা ঘাতক বলেরো গাড়িতে অগ্নিসংযোগ করে চালকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। দুৰ্ঘটনার খবর পেয়ে হাজো থানা থেকে সঙ্গে সঙ্গে অকুস্থলে ছুটে যায় পুলিশের দল। তাঁরা অগ্নিনিৰ্বাপক বাহিনী ডেকে বলেরোর আগুন নিভিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande