কংগ্রেস এসআইআর-এর বিরোধী নয়, তবে তাড়াহুড়ো করে করা হচ্ছে : শুভঙ্কর সরকার
কলকাতা, ২২ নভেম্বর (হি.স.): কংগ্রেস এসআইআর-এর বিরোধী নয়, তবে অনেক তাড়াহুড়ো করে এক কাজ করা হচ্ছে। এমনই প্রতিক্রিয়া দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। একজন বিএলও-র আত্মহত্যার বিষয়ে শনিবার শুভঙ্কর সরকার বলেছেন, আরও একটি আত্মহত্যার ঘটনা ঘটেছে
শুভঙ্কর সরকার


কলকাতা, ২২ নভেম্বর (হি.স.): কংগ্রেস এসআইআর-এর বিরোধী নয়, তবে অনেক তাড়াহুড়ো করে এক কাজ করা হচ্ছে। এমনই প্রতিক্রিয়া দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। একজন বিএলও-র আত্মহত্যার বিষয়ে শনিবার শুভঙ্কর সরকার বলেছেন, আরও একটি আত্মহত্যার ঘটনা ঘটেছে।।আমরা নির্বাচন কমিশনকে জিজ্ঞাসা করতে এসেছি, তারা এটিকে কীভাবে দেখে। সুইসাইড নোটটি খুবই বেদনাদায়ক। ১৯৫০ সাল থেকে, এসআইআর ৮ বার হয়েছে। এখন এত তাড়াহুড়ো করে কেন এটি হচ্ছে? আমি দাবি করছি, প্রক্রিয়াটির তারিখ বাড়ানো হোক এবং জনসাধারণকে স্বস্তি দেওয়া হোক। কমপক্ষে ৩ মাস সময় দেওয়া হোক। অভিযোগের শুনানি ফেব্রুয়ারিতে হওয়া উচিত। নির্বাচন কমিশনের এই বিষয়ে ভাবা উচিত।

শুভঙ্কর আরও বলেন, কংগ্রেস এসআইআর-এর বিরোধিতা করে না, এটি রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বা তাড়াহুড়ো করে পরিচালিত হওয়া উচিত নয়।

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande