সিইও দফতরে এসআইআর নিয়ে স্মারকলিপি জমা তৃণমূলের
কলকাতা, ২১ নভেম্বর (হি.স.): রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের প্রক্রিয়া ঘিরে তীব্র ক্ষোভ উগরে দিল তৃণমূল কংগ্রেস। অভিযোগ, নির্বাচন কমিশন নাকি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে খুশি করতেই অস্বাভাবিক তৎপরতায় কাজ চালাচ্ছে। শুধু তাই নয়, এসআইআর-এর
সিইও দফতরে এসআইআর নিয়ে স্মারকলিপি জমা তৃণমূলের


কলকাতা, ২১ নভেম্বর (হি.স.): রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের প্রক্রিয়া ঘিরে তীব্র ক্ষোভ উগরে দিল তৃণমূল কংগ্রেস। অভিযোগ, নির্বাচন কমিশন নাকি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে খুশি করতেই অস্বাভাবিক তৎপরতায় কাজ চালাচ্ছে।

শুধু তাই নয়, এসআইআর-এর চাপেই একের পর এক সাধারণ মানুষ, এমনকি বিএলও-র মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে শনিবার কমিশনকে সরাসরি কাঠগড়ায় তুলল রাজ্যের শাসক দল।

শনিবার সিইও দফতরে এসআইআর নিয়ে ডেপুটেশন জমা দেয় তৃণমূল। প্রথম থেকেই তাঁরা যে অভিযোগ তুলে আসছে, সেটাই আরও স্পষ্ট করে বলা হয়। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, সাংসদ পার্থ ভৌমিক -সহ তৃণমূলের প্রতিনিধি দল রাজ্যের মুখ্য নির্বাচন দফতরে গিয়ে স্মারকলিপি জমা দেয়। সিইও-র সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সামনে এসে ক্ষোভ উগরে দেন নেতারা।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande