
কলকাতা, ২১ নভেম্বর, (হি.স.): পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দ্রুত আগামী নির্বাচনে বিজেপি-র মুখ করার দাবি তুললেন প্রাক্তন রাজ্যপাল তথা রাজ্য বিজেপি-র প্রাক্তন সভাপতি তথাগত রায়।
শনিবার তথাগতবাবু এক্সবার্তায় লিখেছেন, “বিলম্ব না করে শুভেন্দুকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিজেপি পশ্চিমবঙ্গে সরকার গঠন করলে বা শুভেন্দুকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করলে ব্যক্তিগতভাবে আমার কাছে কাছে প্রাপ্তি হবে।
তৃণমূলের কোনও নীতি বা দর্শন নেই। এটা কোনও দল নয়। এটি কেবল মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি গোষ্ঠী, যার ডানার নীচে শকুনরা অর্থ উপার্জনের জন্য জড়ো হয়েছে।
মমতার বিপরীত সংখ্যার অনুমান তাই অপরিহার্য। শুভেন্দু কোচবিহার থেকে পুরুলিয়া পর্যন্ত পুরো রাজ্য জুড়ে সঠিক কথা বলছেন। তবে সাংগঠনিক শাখা এতটাই দুর্বল যে তারা এখনও পদাধিকারী নির্বাচন করতে পারেনি! সময় ফুরিয়ে যাচ্ছে!” এই বার্তা তথাগতবাবু নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং আরএসএস-এর এক্সবার্তার সংযোগের সঙ্গে যুক্ত করেছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত