গোপালনগর ও বামনগাছি স্টেশনে দুটি লোকালের অতিরিক্ত অস্থায়ী স্টপেজ
কলকাতা, ২১ নভেম্বর, (হি.স.): যাত্রীদের চাহিদা মেটাতে পূর্ব রেলের শিয়ালদা বিভাগ 33762 রানাঘাট - বনগাঁ - শিয়ালদহ এসি ইএমইউ লোকাল, 33761 শিয়ালদা - বনগাঁ - রানাঘাট এসি ইএমইউ লোকাল উভয়েরই অতিরিক্ত অস্থায়ী স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পরীক্ষা
গোপালনগর ও বামনগাছি স্টেশনে দুটি লোকালের অতিরিক্ত অস্থায়ী স্টপেজ


কলকাতা, ২১ নভেম্বর, (হি.স.): যাত্রীদের চাহিদা মেটাতে পূর্ব রেলের শিয়ালদা বিভাগ 33762 রানাঘাট - বনগাঁ - শিয়ালদহ এসি ইএমইউ লোকাল, 33761 শিয়ালদা - বনগাঁ - রানাঘাট এসি ইএমইউ লোকাল উভয়েরই অতিরিক্ত অস্থায়ী স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

পরীক্ষামূলক ভিত্তিতে ২২ নভেম্বর থেকে ৩১ নভেম্বর পর্যন্ত গোপালনগর স্টেশনে (রানাঘাট - বনগাঁ শাখায়) এবং বামনগাছি স্টেশনে (বনগাঁ - বারাসাত শাখায়) এই বাড়তি পরিষেবা কার্যকর হবে৷

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande