“ছেলের বয়স ৭৬, মায়ের বয়স ৬৫”, ইসি-র কাছে তোপ শুভেন্দুর
কলকাতা, ২১ নভেম্বর, (হি.স.): “এসআইআর (SIR) এর দৌলতে আর কত রঙ্গ দেখবে বঙ্গ! ছেলের বয়স ৭৬, মায়ের বয়স ৬৫ !” শনিবার এক্সবার্তায় একথা লিখলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন, “উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ দক্ষিণ বিধানসভার রাম
শুভেন্দু অধিকারী


কলকাতা, ২১ নভেম্বর, (হি.স.): “এসআইআর (SIR) এর দৌলতে আর কত রঙ্গ দেখবে বঙ্গ! ছেলের বয়স ৭৬, মায়ের বয়স ৬৫ !” শনিবার এক্সবার্তায় একথা লিখলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

তিনি লিখেছেন, “উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ দক্ষিণ বিধানসভার রামনগর গ্রাম পঞ্চায়েতের ২৬৪ নং বুথের ৭৬ বছর বয়সী ভোটার - আব্দুল মজিদ সেখ এর নাম ২০০২ সালের ভোটার তালিকায় খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই ব্যক্তির বয়স বর্তমান ভোটার তালিকা (সিরিয়াল নাম্বার ৩১৪) অনুযায়ী ৭৬ বছর, তাহলে ২০০২ সালের এসআইআর (SIR) এর সময় উনি প্রাপ্ত বয়স্ক ও হিসেবে মতো বেশ কয়েক বার ভোট দিয়ে দেওয়ার কথা। ওনার নাম তখনকার তালিকায় থাকা উচিত, কিন্তু তা নেই।

আশ্চর্যের বিষয় হলো (যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আর কোনো কিছুতেই আশ্চর্য লাগে না), যে উনি যাকে মা বলে চিহ্নিত করছেন, অর্থাৎ দক্ষিণ ২৪ পরগনা জেলার গোসবা বিধানসভার ৫৫ নাম্বার বুথের ৪০১ সিরিয়াল নম্বরের 'যছিমন সেখ' কে, ওনার ২০০২ সালের ভোটার তালিকা অনুযায়ী বয়স হলো ৪২ বছর। তাহলে বর্তমানে ২৩ বছর পর, ২০২৫ সালে মায়ের বর্তমান বয়স গিয়ে দাঁড়ালো ৬৫ বছর।

এদিকে ছেলের বর্তমান বয়স হলো ৭৬ বছর, অর্থাৎ মা হলেন গিয়ে ছেলের থেকে থেকে ১১ বছরের ছোট !

জানা যাচ্ছে যে উক্ত ব্যক্তির ৩ ছেলেও নাকি এই ভদ্রমহিলা কে ঠাকুমা সাজিয়ে SIR -এর ফর্ম জমা দিয়েছে। এরকম নিদর্শন বর্তমানে দিকে দিকে খুঁজে পাওয়া যাচ্ছে। কে কাকে বাবা মা সাজাচ্ছে, কে শশুর কে বাবা সাজিয়েছে, এরকম অনেক তথ্য সামনে আসছে। সঠিকভাবে এসআইআর (SIR) এর কাজ সম্পন্ন হলে পশ্চিমবঙ্গের জনসংখ্যা কমে যাবে ও জনবিন্যাস সংশোধিত হবেই...

এই অভিযোগ সত্য প্রমাণিত হলে, আমি নির্বাচন কমিশনকে অনুরোধ করবো এই ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।”এই বার্তা শুভেন্দুবাবু নির্বাচন কমিশন ও রাজ্য নির্বাচন দফতরের এক্স হ্যান্ডলেও যুক্ত করেছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande