গহপুরে সংঘটিত সড়ক দুৰ্ঘটনায় হত ট্ৰাক চালক
বিশ্বনাথ (অসম), ২২ নভেম্বর (হি.স.) : বিশ্বনাথ জেলার অন্তর্গত গহপুরে সংঘটিত এক সড়ক দুৰ্ঘটনায় মৃত্যু হয়েছে ট্ৰাক চালকের। নিহত চালককে উজান অসমের লখিমপুর জেলার বগিনদী গ্রামের কৃষ্ণ সনোয়াল বলে শনাক্ত করেছে পুলিশ। দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে আজ শনিবার ভোরে
সড়ক দুৰ্ঘটনায়_প্রতিনিধিত্বমূলক ছবি


বিশ্বনাথ (অসম), ২২ নভেম্বর (হি.স.) : বিশ্বনাথ জেলার অন্তর্গত গহপুরে সংঘটিত এক সড়ক দুৰ্ঘটনায় মৃত্যু হয়েছে ট্ৰাক চালকের। নিহত চালককে উজান অসমের লখিমপুর জেলার বগিনদী গ্রামের কৃষ্ণ সনোয়াল বলে শনাক্ত করেছে পুলিশ।

দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে আজ শনিবার ভোরের দিকে গহপুরের ব্ৰহ্মাজান মহেন্দ্ৰপুরে ১৫ নম্বর জাতীয় সড়কে। গহপুর থানার জনৈক পুলিশ অফিসারের কাছে জানা গেছে, লখিমপুরের দিকে মুখ করে দাঁড়িয়েছিল এএস ০১ ৯৩৪৪ নম্বরের একটি ট্ৰাক। যান্ত্রিক গোলযোগের দরুন ট্রাকটিকে রাস্তার পাশে দাঁড় করে রাখা হয়েছিল। কিন্তু ভোরের দিকে লখিমপুর অভিমুখী এএস ০১ কিউসি ৪২৭৯ নম্বরের ইট বোঝাই একটি ট্ৰাক এসে দণ্ডায়মান ট্রাকের পেছন দিকে প্ৰচণ্ড জোরে ধাক্কা মারে।

প্রচণ্ড সংঘর্ষে পেছনের ট্রাকটি চিড়া-চ্যাপটা হয়ে যায়, ট্রাকের ভিতরে স্টিয়ারিঙের চাপায় আবদ্ধ হয়ে পড়েন চালক কৃষ্ণ সনোয়াল। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে গাড়ির ভিতর থেকে উদ্ধার করে গহপুর হলপাতালে নিয়ে যান। হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande