
পিংলা, ২২ নভেম্বর (হি.স.): পশ্চিম মেদিনীপুরে বাসের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল দুই বাইক আরোহীর। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার মুন্ডুমারি এলাকায় রাজ্যসড়কের উপরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দু’জনে বাইকে চড়ে ময়না থেকে বালিচকের দিকে যাচ্ছিলেন। সেই সময়েই যাত্রিবাহী বাস ধাক্কা মারে বাইকটিতে। পুলিশ জানিয়েছে, মৃত দু’জনের নাম হুরাই রা (২০) এবং আসাদুল মলিডা (২০)। তাঁদের দু’জনেরই বাড়ি পাঁশকুড়া থানা এলাকায়।
শনিবার দুপুরে রাজ্য সড়ক ধরে বাইকে ময়না থেকে বালিচকের দিকে যাচ্ছিলেন ওই দুই যুবক। সেই সময়েই বালিচক থেকে সবংয়ের দিকে যাচ্ছিল বাসটি। দুর্ঘটনার সময়ে বাসে একাধিক যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। মুন্ডুমারি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ধাক্কা মারে বাইকে। বাসের চাকায় পিষ্ট হয়ে যান দুই যুবক।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা