
সহরসা, ২২ নভেম্বর (হি.স.): বিহারের সহরসা জেলায় মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছে পুুলিশ । ঘটনাটি ঘটেছে ,শনিবার বখতিয়ারপুর-বলওয়াহাট জাতীয় সড়ক ১০৭ নম্বর সড়কের ভিখা গাছির কাছে। ঘটনায় ৪৬.৭০ গ্রাম মাদক সহ দুই যুবকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে ,ধৃত যুবকের নাম গদর কুমার, তিনি সালখুয়া থানা এলাকার গোসাপুর গ্রামের বাসিন্দা। অন্যজন সোনু কুমার,তিনি বখতিয়ারপুর থানা এলাকার ভাউরা গ্রামের বাসিন্দা। শনিবার পুলিশ আধিকারিক গোপন সূত্রে খবর পান যে বাইকে দুই যুবক সারডিহা থেকে ভাউরা গ্রামে মাদক পাচার করছে। বাইকে থাকা দুই যুবক পুলিশের গাড়ি দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ তাঁদের আটক করে তল্লাশি করে। যুবকদের কাছ থেকে ৪৬.৭০ গ্রাম মাদক উদ্ধার করে। মামলা দায়ের করেছে পুলিশ । তদন্ত শুরু করছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন