রাজগড়ে গাড়ির ধাক্কায় মৃত স্ত্রী, গুরুতর আহত স্বামী
রাজগড়, ২২ নভেম্বর (হি.স.) : দ্রুতগতির একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বাইককে ধাক্কা মারায় মৃত্যু হল এক মহিলার। গুরুতর আহত হয়েছেন তাঁর স্বামী। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে মধ্যপ্রদেশে রাজগড় জেলার সিরোঞ্জ-বিওয়ার মহাসড়কের ধান্যখেদি গ্রামের কাছে। খবর পেয়ে প
রাজগড়ে গাড়ির ধাক্কায় মৃত স্ত্রী, গুরুতর আহত স্বামী


রাজগড়, ২২ নভেম্বর (হি.স.) : দ্রুতগতির একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বাইককে ধাক্কা মারায় মৃত্যু হল এক মহিলার। গুরুতর আহত হয়েছেন তাঁর স্বামী। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে মধ্যপ্রদেশে রাজগড় জেলার সিরোঞ্জ-বিওয়ার মহাসড়কের ধান্যখেদি গ্রামের কাছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দম্পতিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। চিকিৎসক মহিলাকে মৃত ঘোষণা করেন। আহত ব্যক্তির চিকিৎসা চলছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ধান্যখেদি গ্রামের

কাছে একটি দ্রুতগতির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটিকে ধাক্কা দেয়। বাইকে ছিলেন রানিবাই বর্মা (৪৫) এবং তাঁর স্বামী রামসিংহ বর্মা (৫২) দু’জনেই নেওয়াজ গ্রামের বাসিন্দা। রানিবাই ঘটনাস্থলেই মারা যান।

পরিবার সূত্রে জানা গেছে, দম্পতি রাজগড়ে গিয়ে এসআইআর ভোটার লিস্টে নাম খোঁজার উদ্দেশ্যে বেরিয়েছিলেন। ধান্যখেদি মোড়ে পৌঁছতেই দুর্ঘটনা ঘটে।

এক পুলিশ আধিকারিক জানান , গাড়িচালকের বিরুদ্ধে মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande