মধ্যপ্রদেশে বাড়ছে শীতের প্রভাব, সাতটি জেলায় সতর্কতা জারি
ভোপাল, ২২ নভেম্বর (হি.স.) : মধ্যপ্রদেশে ধীরে ধীরে বাড়ছে শীতের প্রভাব । আগামী ৪৮ ঘন্টার মধ্যে সাতটি জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। জেলাগুলি হলো ভোপাল, ইন্দোর, উজ্জয়িনী, গোয়ালিয়র, জবলপুর, রেওয়া এবং শাহদোল । মধ্যপ্রদেশে পাহাড়ি এলা
মধ্যপ্রদেশে বাড়ছে শীতের প্রভাব, সাতটি জেলায় সতর্কতা জারি


ভোপাল, ২২ নভেম্বর (হি.স.) : মধ্যপ্রদেশে ধীরে ধীরে বাড়ছে শীতের প্রভাব । আগামী ৪৮ ঘন্টার মধ্যে সাতটি জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। জেলাগুলি হলো ভোপাল, ইন্দোর, উজ্জয়িনী, গোয়ালিয়র, জবলপুর, রেওয়া এবং শাহদোল । মধ্যপ্রদেশে পাহাড়ি এলাকা পাচমাড়িতে ঠান্ডা সবথেকে বেশি। শনিবার আবহাওয়া দফতর ঠান্ডা এবং শৈত্যপ্রবাহের জন্য সতর্কতা জারি করেছে।

আবহাওয়া দফতরে জানিয়েছে, বিগত কয়েকদিন ধরে মধ্যপ্রদেশে হিমশীতল বাতাস বইছে । বৃহস্পতিবার-শুক্রবার রাতে, পাচমাড়িতে তাপমাত্রা প্রথমবারের মতো ৫.৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। নর্মদাপুরম কুয়াশায় ঢেকে গেছে। দৃশ্যমানতা ৫০০ থেকে ১,০০০ মিটার রেকর্ড করা হয়েছে। ভোপাল এবং ইন্দোরে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে ছিল। মধ্যপ্রদেশের ভোপালে রাতের তাপমাত্রা ছিল ৯.৬ ডিগ্রি সেলসিয়াস, ইন্দোরে ৮.৪ ডিগ্রি সেলসিয়াস, গোয়ালিয়রে ১২.৮ ডিগ্রি সেলসিয়াস, উজ্জয়িনীতে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস এবং জবলপুরে ১১.১ ডিগ্রি সেলসিয়াস। এদিকে, ছত্তরপুরের নওগাঁওতে ৮.৫ ডিগ্রি সেলসিয়াস, খারগোনে ৮.৮ ডিগ্রি সেলসিয়াস, নরসিংহপুরে ৯ ডিগ্রি সেলসিয়াস, খান্ডোয়ায় ৯.৪ ডিগ্রি সেলসিয়াস, রাজগড় ৮ ডিগ্রি সেলসিয়াস এবং উমারিয়ায় ১০.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। অন্যান্য শহরেও তাপমাত্রার কমেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande