
তেজপুর (অসম), ২২ নভেম্বর (হি.স.) : শোণিতপুর জেলার অন্তর্গত চারিদুয়ার থানাধীন লখরা এলাকায় সন্দেহজনক ব্ৰাউন সুগার সহ জনৈক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।
জেলা পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে আজ ভোরের দিকে চারিদুয়ার থানার পুলিশ লখরার লাবরঘাড়ি এলাকায় অভিযান চালায়। অভিযানে সন্দেহের বশে জনৈক রশনি পাফা নাতুং নামের মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন পুলিশের অভিযানকারীরা।
জিজ্ঞাসাবাদ করে তার হেফাজত থেকে প্রায় দু লক্ষ টাকার ব্ৰাউনসুগার, কয়েক হাজার নগদ টাকা এবং একটি মোবাইল ফোনের হ্যান্ডসেট বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধারকৃত ব্ৰাউন সুগারগুলির কালোবাজারি মূল্য দু লক্ষ টাকার বেশি হবে পুলিশের সূত্ৰটি জানিয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস