দক্ষিণ শালমারায় প্ৰায় ৩.৬ কোটি টাকা নিষিদ্ধ ইয়াবা উদ্ধার, গ্রেফতার এক
মানকাচর (অসম), ২২ নভেম্বর (হি.স.) : নিম্ন অসমের দক্ষিণ শালমারা-মানকাচর জেলার অন্তর্গত মানকাচর থানাধীন কালাপানি ফাঁড়ি পুলিশ কর্তৃক পরিচালিত অভিযানে প্রায় ৩ কোটি ৬ লক্ষ টাকার ১০ হাজারের বেশি সন্দেহভাজন ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। মানকাচর সদর থান
দক্ষিণ শালমারায় প্ৰায় ৩.৬ কোটি টাকার ইয়াবা সহ   গ্রেফতার বারাশা মোল্লা


মানকাচর (অসম), ২২ নভেম্বর (হি.স.) : নিম্ন অসমের দক্ষিণ শালমারা-মানকাচর জেলার অন্তর্গত মানকাচর থানাধীন কালাপানি ফাঁড়ি পুলিশ কর্তৃক পরিচালিত অভিযানে প্রায় ৩ কোটি ৬ লক্ষ টাকার ১০ হাজারের বেশি সন্দেহভাজন ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে।

মানকাচর সদর থানা সূত্রে প্রাপ্ত খবরে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে আজ শনিবার সকালে নান্দিয়া গ্রামের বাসিন্দা জনৈক নিয়ান মোল্লার ছেলে বারাশা মোল্লার বাড়িতে কালাপানি ফাঁড়ি পুলিশের এক দল অভিযান চালিয়েছিল।

বারাশা মোল্লার বাড়িতে তালাশি চালিয়ে পুলিশের দলটি ৫১টি প্লাস্টিকের প্যাকেট উদ্ধার করে। প্রতিটি প্লাস্টিকের প্যাকেটে ২০০টি করে মোট দশ হাজার ২০০টি ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়েছে। স্বচ্ছতা নিশ্চিত করতে ইয়াবা ট্যাবলেটগুলি বাজেয়াপ্ত করার সময় স্বাধীন তিন-চারজন সাক্ষীকে রাখা হয়েছিল, জানান মানকাচর সদর থানার সূত্ৰটি।

মাদক কারবারে জড়িত অভিযোগে সুনির্দিষ্ট আইনের বিভিন্ন ধারা রুজু করে নিয়ান মোল্লার ছেলে বারাশা মোল্লাকে পুলিশ গ্ৰেফতার করেছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande