
সুরাট , ২২ নভেম্বর (হি.স.) : সুরাটের সার্থনা এলাকায় বহুতল শপিং কমপ্লেক্সের নবম তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন ২৮ বছরের ফিজিওথেরাপি চিকিৎসক রাধিকা কোঠডিয়া। শুক্রবার রাতে সার্থনা জকাতনাকা সংলগ্ন একটি ক্যাফের সামনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। মুহূর্তে এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহাংশ উদ্ধার করে পরিস্থিতি সামাল দেয়।
শনিবার পুলিশ সূত্রে জানা গেছে , গুজরাটের জামনগরের কালাবরড তালুকার বডি ভেগাদি গ্রামের বাসিন্দা রাধিকা পরিবারসহ থাকতেন সরথানার ‘বিশ্বা রেসিডেন্সি’-তে। কাছেই ভিকাস শপার্স কমপ্লেক্সের প্রথম তলায় তিনি চালাতেন নিজের ‘শ্রিজি ফিজিও ক্লিনিক’। রাধিকার পরিবারে রয়েছেন বাবা-মা ও এক ভাই। প্রায় ছ’মাস আগে রাধিকার বিয়ে ঠিক হয়েছিল। আগামী ১৯ ফেব্রুয়ারি ২০২৬-এ হতে চলেছিল তাঁর বিয়ে।
এক পুলিশ আধিকারিক জানান , রাধিকা তাঁর বাগদত্তার সঙ্গে প্রায়ই যেতেন ওই ক্যাফেতে। সেই পরিচিত জায়গা থেকেই তিনি ঝাঁপ দেন বলে জানা গিয়েছে। শুক্রবার ঘটনার দিন সকালে ক্লিনিক গিয়ে দুপুরে ফেরেন বাড়ি। কিছুক্ষণ পর আবার ক্লিনিক। সন্ধ্যায় স্টাফদের জানান, তিনি ‘যোগী চৌক’ যাচ্ছেন। কিন্তু সোজা চলে যান ওই শপিং কমপ্লেক্সে। কেন এমন সিদ্ধান্ত তা এখনও স্পষ্ট নয়। তবে তদন্তকারীদের প্রাথমিক অনুমান, কোনও মানসিক চাপে বা বাগদত্তার সঙ্গে সম্ভাব্য বিরোধ থেকেই ঘটেছে এই পদক্ষেপ।
রাধিকার মোবাইল বাজেয়াপ্ত করেছে পুলিশ। দুই মাস পর বিয়ে তার আগেই সন্তানের অকাল মৃত্যুতে স্তব্ধ পরিবার। শোকের ছায়া নেমেছে পরিবারে । চলছে পুলিশের তদন্ত ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য