
চণ্ডীগড়, ২২ নভেম্বর (হি.স.) : পঞ্জাবে বড়সড় নেশা-চক্রের হদিস মিলল। পঞ্জাব রাজ্য পুলিশ ৫০ কেজি মাদক (হেরোইন)-সহ এক কুখ্যাত পাচারকারীকে গ্রেফতার করেছে। আন্তর্জাতিক বাজারে যার আনুমানিক মূল্য প্রায় ২৫০ কোটি টাকা। পুলিশের দাবি, ধৃতের যোগ পাকিস্তানের আইএসআই-সমর্থিত চক্রের সঙ্গে।
পুলিশ মহাপরিচালক গৌরব যাদব শনিবার জানান, ধৃত সন্দীপ সিং ওরফে সীমা কাপুরথালার বাসিন্দা। নেশা পাচারের পাঁচটি মামলায় আগে থেকেই অভিযুক্ত। সদ্য জামিনে বেরিয়েই ফের সক্রিয় হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে এন্টি-নারকোটিক্স টাস্ক ফোর্স নজরদারি চালায়। পরে নির্দিষ্ট স্থানে হানা দিয়ে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার হয়। পুলিশের ধারণা, পাকিস্তান সীমান্ত পেরিয়ে ড্রাগের চালান আসত। পঞ্জাবের বাইরে বিভিন্ন রাজ্যেও ছিল তার সরবরাহ চক্র। তদন্ত চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য