গোকুলনগরে ৮ কোটি টাকার ইয়াবা জব্দ
আগরতলা, ২২ নভেম্বর (হি.স.) : সীমান্ত পারাপারের মাদক পাচারের বিরুদ্ধে বড় সাফল্য অর্জন করল বিএসএফ। নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গোকুলনগর এলাকায় ডিআরআই-এর সঙ্গে যৌথ অভিযান চালিয়ে একটি গাড়ি থেকে প্রায় ৮ কোটি টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেট উদ্ধার কর
ইয়াবা উদ্ধার


আগরতলা, ২২ নভেম্বর (হি.স.) : সীমান্ত পারাপারের মাদক পাচারের বিরুদ্ধে বড় সাফল্য অর্জন করল বিএসএফ। নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গোকুলনগর এলাকায় ডিআরআই-এর সঙ্গে যৌথ অভিযান চালিয়ে একটি গাড়ি থেকে প্রায় ৮ কোটি টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

অভিযানের সময় সন্দেহভাজন মাদক পরিবহন রুখতে একটি মোবাইল চেকপোস্ট স্থাপন করে নিরাপত্তা বাহিনী। সেই চেকিং চলাকালীন নজরে আসে পরিত্যক্ত অবস্থায় থাকা গাড়িটি। তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জওয়ানরা।

কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক সময়ে আটক হওয়া মাদকের চালানের মধ্যে এটি অন্যতম বৃহত্তম। ত্রিপুরার সংবেদনশীল সীমান্ত এলাকায় অবৈধ মাদক পাচার রুখতে বিএসএফ ও ডিআরআই-এর কঠোর নজরদারি ও সমন্বিত অভিযানের উদাহরণ এটি। এ ঘটনায় কারা জড়িত এবং মাদকের মূল উৎস কোথায়—তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande