ত্রিপুরায় একসাথে ৪২০ নবীন আইনজীবীর এনরোলমেন্ট, নজির সৃষ্টি বার কাউন্সিলের
আগরতলা, ২২ নভেম্বর (হি.স.) : এক নজিরবিহীন পদক্ষেপে একসাথে ৪২০ জন নবীন আইনজীবীকে এনরোলমেন্ট সার্টিফিকেট প্রদান করল বার কাউন্সিল অফ ত্রিপুরা। বার কাউন্সিলের ইতিহাসে এই প্রথম একসাথে এত সংখ্যক অ্যাডভোকেটকে এনরোলমেন্ট প্রদান করা হল। শনিবার রাজধানীর মুক্
আইনজীবীদের এনরোলমেন্ট


আগরতলা, ২২ নভেম্বর (হি.স.) : এক নজিরবিহীন পদক্ষেপে একসাথে ৪২০ জন নবীন আইনজীবীকে এনরোলমেন্ট সার্টিফিকেট প্রদান করল বার কাউন্সিল অফ ত্রিপুরা। বার কাউন্সিলের ইতিহাসে এই প্রথম একসাথে এত সংখ্যক অ্যাডভোকেটকে এনরোলমেন্ট প্রদান করা হল। শনিবার রাজধানীর মুক্তধারা প্রেক্ষাগৃহে আয়োজিত এক অনুষ্ঠানে নবীন আইনজীবীদের হাতে সার্টিফিকেট তুলে দেন বার কাউন্সিলের চেয়ারম্যান রতন দত্ত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল শক্তিময় চক্রবর্তী, সিনিয়র অ্যাডভোকেট পিযুষ কান্তি বিশ্বাস, আইনজীবী পি কে ধর, পি কে পাল, কে এন ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

বার কাউন্সিল চেয়ারম্যান রতন দত্ত বলেন, “এটি এক ঐতিহাসিক মুহূর্ত। এর আগে একসঙ্গে এতজন অ্যাডভোকেটকে এনরোলমেন্ট দেওয়া হয়নি।” তিনি আরও জানান, তাঁর দায়িত্বকালীন সময়ে এখন পর্যন্ত প্রায় এক হাজার নতুন আইনজীবী এনরোলমেন্টের সুযোগ পেয়েছেন। নবীন আইনজীবীরা কোর্টের ডেকোরাম মেনে কর্মক্ষেত্রে নিজস্ব অবস্থান সুদৃঢ় করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

এদিন সার্টিফিকেট হাতে পেয়ে উচ্ছ্বাসে ভরপুর নবীন অ্যাডভোকেটরা জানান, তাঁদের আইনি পেশার পথচলায় এটি এক বিশেষ মাইলফলক।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande