ডিওয়াইএফআই-এর রক্তদান ও স্বাস্থ্য শিবির ডুকলিতে, নেশা মুক্তির বার্তা যুবকদের
আগরতলা, ২২ নভেম্বর (হি.স.) : শাসকদল না থাকলেও সমাজের স্বার্থে ধারাবাহিক ভূমিকা পালন করে চলেছে বাম যুব সংগঠন ডিওয়াইএফআই— এমনই দাবি করলেন সংগঠনের ডুকলি বিভাগীয় সম্পাদক শুভঙ্কর মজুমদার। শনিবার ডুকলি মহকুমার মতিনগর এলাকায় ডিওয়াইএফআই-এর উদ্যোগে রক্ত
স্বাস্থ্য শিবির


আগরতলা, ২২ নভেম্বর (হি.স.) : শাসকদল না থাকলেও সমাজের স্বার্থে ধারাবাহিক ভূমিকা পালন করে চলেছে বাম যুব সংগঠন ডিওয়াইএফআই— এমনই দাবি করলেন সংগঠনের ডুকলি বিভাগীয় সম্পাদক শুভঙ্কর মজুমদার। শনিবার ডুকলি মহকুমার মতিনগর এলাকায় ডিওয়াইএফআই-এর উদ্যোগে রক্তদান ও বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়।

তিনি অভিযোগ করেন, “বিজেপি-এরর যুব সংগঠনের একাংশ রাজ্যকে নেশার কবলে ঠেলে দিচ্ছে, আর আমাদের সংগঠনের যুবকেরা সমাজসেবায় নিজেদের যুক্ত রাখছেন। এটাই আমাদের ও বিজেপি-এর মধ্যে মূল পার্থক্য।”

আগামী ৭ ডিসেম্বর ডিওয়াইএফআই ডুকলি বিভাগীয় কমিটির সম্মেলনকে সামনে রেখে গত চার মাসে তিনটি রক্তদান শিবির আয়োজন করেছে সংগঠনটি। সেদিনের শিবিরে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব, রাজ্য নেতৃত্ব হিরণ্ময় নারায়ণ দেবনাথ, অরিন্দম বিশ্বাস, প্রাক্তন যুবনেতা কামাল মিয়া, প্রাক্তন বিধায়ক রতন দাস, প্রাক্তন রাজ্য সভাপতি পঙ্কজ দে, সিপিআই(এম) মহকুমা সম্পাদক সমর চক্রবর্তী প্রমুখ।

নেতৃত্বের তরফে এদিন যুবসমাজকে নেশা থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়। অভিযোগ করা হয়, অন্য রাজ্য থেকে ট্রেনের মাধ্যমে বিপুল হারে নেশাজাত দ্রব্য ত্রিপুরায় ঢুকছে এবং সরকার মুখে নেশা বিরোধী অবস্থান নিলেও কাজে ব্যর্থ।

শিবিরে মোট ৩০ জন যুবক রক্তদান করেন। পাশাপাশি স্বাস্থ্য শিবিরে ১২০ জন রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে পরীক্ষা- নিরীক্ষার পর বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। মতিনগর এলাকায় এই আয়োজনে স্থানীয়দের মধ্যে উৎসাহের সঞ্চার হয়েছে বলে জানিয়েছে ডিওয়াইএফআই।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande