ত্রিপুরা রাজ্য গ্রামীণ জীবিকা মিশনের কর্মীদের তিন দফা দাবি, না মানলে রাজ্যজুড়ে গণ আন্দোলনের হুঁশিয়ারি
আগরতলা, ২২ নভেম্বর (হি.স.) : অবিলম্বে তিন দফা দাবি পূরণ না হলে রাজ্যজুড়ে বৃহত্তর গণ আন্দোলনে নামার হুঁশিয়ারি দিল ত্রিপুরা রাজ্য গ্রামীণ জীবিকা মিশনের চুক্তিবদ্ধ কর্মীরা। শনিবার আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই সতর্কবার্তা দেন ত্রিপুরা র
সাংবাদিক সম্মেলনে কর্মচারীরা


আগরতলা, ২২ নভেম্বর (হি.স.) : অবিলম্বে তিন দফা দাবি পূরণ না হলে রাজ্যজুড়ে বৃহত্তর গণ আন্দোলনে নামার হুঁশিয়ারি দিল ত্রিপুরা রাজ্য গ্রামীণ জীবিকা মিশনের চুক্তিবদ্ধ কর্মীরা। শনিবার আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই সতর্কবার্তা দেন ত্রিপুরা রাজ্য গ্রামীণ জীবিকা মিশনের কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক আকাশ চক্রবর্তী।

সংগঠনের দাবি— কর্মীদের জন্য ইপিএফ চালু, আউটসোর্সিং নিয়োগ পদ্ধতি বাতিল, আউটসোর্সিংয়ের মাধ্যমে নিযুক্ত শ্রমিকদের ডিপার্টমেন্টাল স্টাফ হিসেবে স্বীকৃতি প্রদান।

সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যেই প্রকল্প আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করা হলেও এখনও পর্যন্ত কোনও ইতিবাচক প্রতিক্রিয়া মেলেনি বলে অভিযোগ। তাই দ্রুত দাবি পূরণে সরকারের হস্তক্ষেপ দাবি করেন কর্মচারীরা।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি পলাশ রুদ্র পাল ও ভারতীয় মজদুর সংঘের প্রদেশ কমিটির সহকারী অফিস সম্পাদক তন্ময় সূত্রধর। তন্ময় সূত্রধর জানান, শুক্রবার দেশে ২৯টি শ্রম আইনকে একত্রিত করে চারটি শ্রম সংহিতা হিসেবে কার্যকর করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যা শ্রমিকদের স্বার্থে একটি ঐতিহাসিক পদক্ষেপ বলে মন্তব্য করেন তিনি। সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, অবিলম্বে দাবি মানা না হলে রাজ্যব্যাপী বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন তাঁরা।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande