
আগরতলা, ২২ নভেম্বর (হি.স.) : বুকে ব্যথা অনুভব করায় প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্যকে শুক্রবার রাজধানীর আগরতলায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকদিন ধরেই তিনি বুকে ব্যথায় ভুগছিলেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।
অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে ছুটে যান মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা-সহ প্রদেশ বিজেপির শীর্ষ নেতৃত্ব। পরে রাতেই বিজেপি নেতারা প্রদেশ সভাপতির শারীরিক অবস্থার খোঁজ নেন।
শনিবার সকালে দিল্লি থেকে এসে সরাসরি হাসপাতালে যান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভার বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। তিনি রাজীব ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে চিকিৎসা সংক্রান্ত খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।
বিজেপি প্রদেশ সভাপতির শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে পৌঁছান বিজেপি বিধায়ক ভগবান চন্দ্র দাস এবং কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়ও।
দলীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন রাজীব ভট্টাচার্য। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ