
কুমারঘাট (ত্রিপুরা), ২২ নভেম্বর (হি.স.) : ঊনকোটি জেলার ফটিকরায় থানাধীন জিনাজিনি এলাকায় দ্রুতগামী বাইকের ধাক্কায় একই পরিবারের দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে বাজার সেরে বাড়ি ফেরার পথে ঘটে এই দুর্ঘটনা। মৃতরা হলেন মশাউলি এলাকার বাসিন্দা প্রণয় দে এবং শ্রীবাস দে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিরাশিমাইল বাজার থেকে ফিরছিলেন দুই ভাই। সেই সময় টিআর০২এ৮৫৫৩ নম্বরের একটি পালসার বাইক চালিয়ে সুজন নমঃ ও আকাশ শর্মা নামে দুই যুবক তাঁদের পেছন থেকে জোরালো ধাক্কা দেয়। এতে গুরুতর জখম হন প্রণয় এবং শ্রীবাস। পথচারীরা দ্রুত তাঁদের বিরাশিমাইল হাসপাতালে নিয়ে গেলে পরে সেখান থেকে কুলাই হাসপাতালে রেফার করা হয়। তবে চিকিৎসক তাঁদের দু’জনকেই মৃত ঘোষণা করেন।
অন্যদিকে চালক সুজন নমঃ ও তার সহযোগী আকাশ শর্মাও গুরুতর আহত অবস্থায় ধলাই জেলা হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছেন ফটিকরায় থানার ওসি পার্থ নাথ ভৌমিক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং দুর্ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে। একই পরিবারের দুই যুবকের আকস্মিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ