
আমাবস্যা (ত্রিপুরা), ২২ নভেম্বর (হি.স.) : বিহারে এনডিএ-এর ঐতিহাসিক জয়ের প্রেক্ষিতে শনিবার ধলাই জেলা বিজেপি কমিটির উদ্যোগে কমলপুরের হালহালিতে অনুষ্ঠিত হয় বিজয় সমাবেশ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস, বিধায়ক মনোজ কান্তি দেব, বিধায়িকা স্বপ্না দাস পালসহ জেলা ও মণ্ডল কমিটির নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন, “জাতীয় সুরক্ষা, দেশের অগ্রগতি এবং ২০৪৭ সালের মধ্যে ভারতকে বিকশিত দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী নিরলস পরিশ্রম করে চলেছেন। তার ফল স্বরূপ দেশজুড়ে যেকোন নির্বাচনে বিজেপি তথা এনডিএ বিপুল ভোটে বিজয় অর্জন করছে।” সভার শেষে বিহারের বিজয় উদযাপন উপলক্ষে কর্মী-সমর্থকদের উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে হালহালি এলাকা।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ