সিইও-র দফতরে বিক্ষোভে বিএলও-দের একাংশের
কলকাতা, ২৪ নভেম্বর (হি.স.): ‘মাত্রাতিরিক্ত কাজের চাপে’র প্রতিবাদে সোমবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-এর দফতরে বিক্ষোভ দেখালেন বিএলও-দের একাংশ। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-পর্বের বুথভিত্তিক কাজের সঙ্গে যুক্ত বুথস্তরের আধ
সিইও-র দফতরে বিক্ষোভে বিএলও-দের একাংশের


কলকাতা, ২৪ নভেম্বর (হি.স.): ‘মাত্রাতিরিক্ত কাজের চাপে’র প্রতিবাদে সোমবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-এর দফতরে বিক্ষোভ দেখালেন বিএলও-দের একাংশ।

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-পর্বের বুথভিত্তিক কাজের সঙ্গে যুক্ত বুথস্তরের আধিকারিকদের সংগঠনের প্রতিনিধিরা সোমবার সিইও দফতরে তাঁদের ধর্না-বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়াল। বিএলও অধিকার রক্ষা সমিতি নামে একটি সংগঠনের সদস্যেরা বিক্ষোভে শামিল হন বলে সূত্রের খবর। তবে অভিযোগ, বিএলও নন এমনও অনেকে ছিলেন বিক্ষোভকারীদের দলে।

বিক্ষোভকারী বিএলও-রা রাজ্যের সিইও মনোজ আগরওয়ালের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। কিন্তুপূর্বনির্ধারিত সেরকম পরিকল্পনা না থাকায় দেখা করতে রাজি হননি সিইও। তাঁদের সঙ্গে দেখা করেন অতিরিক্ত সিইও। তাতে সন্তুষ্ট না হয়ে দুপুর থেকে সিইও-র ঘরের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

অশান্তির ইঙ্গিত পেয়ে ঘটনাস্থলে কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল)-এর নেতৃত্বে বাহিনী পৌঁছয়। বিএলও অধিকার রক্ষা সমিতির সদস্যেরা বিক্ষোভ তুলতে রাজি না-হওয়ায় টেনে-হিঁচড়ে তাঁদের সরানো হয়।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে এসআইআর-এর কাজ স্থগিত রাখার দাবি জানিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সম্প্রতি চিঠি লিখেছেন। তাঁর অভিযোগ, বিএলও-দের উপযুক্ত প্রশিক্ষণ এবং সহায়তা দেওয়া হয়নি।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande