এসআইআর-এর কাজে ‘ব্যাগবস্তা বেঁধে জেলায়’ চলে যাওয়ার নির্দেশ অভিষেকের
কলকাতা, ২৪ নভেম্বর, (হি.স.): ”একটা টিম তৈরি করে দিচ্ছি। ২৬ তারিখ থেকে ৩০ আর ১ থেকে ৪ – ব্যাগবস্তা বেঁধে সেই জেলায় চলে যান। ফিরবেন না। ওয়াররুম ভিজিট করবেন।” এসআইআর-এর কাজের পর্যালোচনায় ভারচুয়াল বৈঠক করে সোমবার এই নির্দেশ দেন তৃণমূলের সর্বভারতীয় স
অভিষেক বন্দ্যোপাধ্যায়


কলকাতা, ২৪ নভেম্বর, (হি.স.): ”একটা টিম তৈরি করে দিচ্ছি। ২৬ তারিখ থেকে ৩০ আর ১ থেকে ৪ – ব্যাগবস্তা বেঁধে সেই জেলায় চলে যান। ফিরবেন না। ওয়াররুম ভিজিট করবেন।” এসআইআর-এর কাজের পর্যালোচনায় ভারচুয়াল বৈঠক করে

সোমবার এই নির্দেশ দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আগেই কাজের মানের ভিত্তিতে দায়িত্ব নীতির কথা জানিয়েছিল তৃণমূল। ভালো মান হলে তবেই দায়িত্ব পাওয়া যাবে, নচেৎ দায়িত্ব থেকে ছাঁটাই হতে হবে। সম্প্রতি এই নীতিকে মান্যতা দিয়ে দলে সাংগঠনিক রদবদল হয়েছে। এবার পঞ্চায়েত থেকে ব্লক, টাউন স্তরের নেতাদের এসআইআরের কাজে কার কেমন মান, তা নজরে রেখেছেন অভিষেক।

দেখা গিয়েছে, পূর্ব মেদিনীপুর ময়নায় সব ব্লকে ভোট সুরক্ষা শিবির হয়নি। নেতাদের মধ্যে সমস্যা হচ্ছে। তমলুক, তমলুক টাউন, হলদিয়া, নন্দকুমার, সুতাহাটায় একই অবস্থা। পঞ্চায়েত স্তরে সুপারভাইজারের কাজ শূন্য!

এদিনের বৈঠকে অভিষেক সাফ জানিয়ে দিয়েছেন, যেসব জায়গায় কাজের গতি ধীর সেখানে দু’দিনের মধ্যে আবেদনপত্র নিয়ে লক্ষ্যপূরণ না হলে সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে। দায়িত্ব বদল হতে পারে।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande