
চুড়াইবাড়ি (ত্রিপুরা), ২৪ নভেম্বর (হি.স.) : সোমবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে মা ও ছেলের উপর নৃশংস হামলার ঘটনা ঘটল উত্তর ত্রিপুরা জেলার চুড়াইবাড়ি থানাধীন খেরেংজুড়ি এলাকায়। দুপুর দুইটা নাগাদ অজ্ঞাত পরিচয় এক দুষ্কৃতী ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে মা ও ছেলেকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় আট বছরের স্কুল পড়ুয়া অমৃত সিনহার। গুরুতর আহত তার মা বিজয়া সিনহা (২৮)।
রক্তাক্ত অবস্থায় মা ও ছেলেকে তড়িঘড়ি শনিছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মহিলার আশঙ্কাজনক অবস্থার কারণে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করা হয়। পরে বহিঃরাজ্যে নিয়ে যাওয়া হয় বিজয়া সিনহাকে।
এই ভয়াবহ ঘটনার পরই এলাকাজুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশি গাফিলতি ও দোষীকে দ্রুত গ্রেফতারের দাবিতে চানপুরে অসম-আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে ক্ষুব্ধ স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং হামলাকারীকে শনাক্ত করে গ্রেফতারের জন্য অভিযান শুরু হয়েছে। নিহত শিশুর বাবা সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় বহিঃরাজ্যে রয়েছেন। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সমগ্র এলাকায়।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ