
কলকাতা, ২৪ নভেম্বর (হি. স.) : ৫৩ তম দেশের প্রধান বিচারপতি পদে শপথ গ্রহণ করলেন সূর্য কান্ত। এর পরিপ্রেক্ষিতেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়া মারফৎ এক্স হ্যান্ডেলে এক বার্তায় সোমবার লিখেছেন,
ভারতের ৫৩ তম প্রধান বিচারপতি হিসেবে কার্যভার ও দায়িত্ব গ্রহণ করায় বিচারপতি সূর্য কান্তকে আন্তরিক অভিনন্দন। তাঁর উচ্চতা ও উক্ত পদে যোগদান আমাদের এই দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং আমরা আশা করি তাঁর নেতৃত্ব ভারতীয় বিচারব্যবস্থার স্বাধীনতা, সততা ও সবার জন্য সহজ প্রাপ্যতা আরও সুদৃঢ় করবে।
তিনি আরও বলেন, - যে সময়ে সাংবিধানিক মূল্যবোধ, প্রাতিষ্ঠানিক স্বায়ত্তশাসন এবং নাগরিকদের অধিকার সতর্ক সুরক্ষার দাবি রাখে, সেই সময়ে আমরা আশা করি তাঁর মেয়াদকাল ন্যায়, স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্ব— আমাদের জাতির অন্তরে নিহিত এই মৌলিক নীতিগুলিকে আরও সুসংহত করবে।
ওই বার্তায় পরিশেষে বলা হয়েছে যে, - ভারতের সংবিধানের প্রতি প্রজ্ঞা, ন্যায়পরায়ণতা এবং অঙ্গীকারে চিহ্নিত একটি মেয়াদ কামনা করি সন্মানীয় প্রধান বিচারপতির জন্য।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত