কোচবিহার ট্রফিতে বাংলার রেকর্ড, চন্দ্রহাসের ত্রি - শতরানের অপরাজিত ইনিংস
কল্যাণী, ২৪ নভেম্বর (হি. স.) : তিনটি শতরানের ইনিংস! অবাক করার মতো ঘটনা। কোচবিহার ট্রফিতেই রেকর্ড। অধিনায়কোচিত ইনিংস ও ট্রিপল সেঞ্চুরি। কল্যাণীতে ত্রিশতরানের ইনিংস উপহার দিয়েছে চন্দ্রহাস দাশ। ভিড় জমেছে খেলা দেখতে বাংলা ক্রিকেট আকাদেমি গ্রাউন্ডে। তং
বাংলা ক্রিকেট আকাদেমিতে


কল্যাণী, ২৪ নভেম্বর (হি. স.) : তিনটি শতরানের ইনিংস! অবাক করার মতো ঘটনা। কোচবিহার ট্রফিতেই রেকর্ড। অধিনায়কোচিত ইনিংস ও ট্রিপল সেঞ্চুরি। কল্যাণীতে ত্রিশতরানের ইনিংস উপহার দিয়েছে চন্দ্রহাস দাশ। ভিড় জমেছে খেলা দেখতে বাংলা ক্রিকেট আকাদেমি গ্রাউন্ডে। তংৎসহ রোহিতের ৫ টি উইকেট জয়। সব মিলিয়ে, চণ্ডীগড়ের বিরুদ্ধেই বড় জয়ের লক্ষ্যে মনোনিবেশ বাংলার ।

কোচবিহার ট্রফিতে অসমের পর এবার চণ্ডীগড়ের বিরুদ্ধেও ইনিংস জয়ের হাতছানি বাংলার সামনে। কল্যাণীর ওই খেলায় দ্বিতীয় দিনে বাংলা ৭/৬২৮ রান তুলে প্রথম ইনিংস ডিক্লেয়ার্ড ঘোষণা করে।

অধিনায়ক চন্দ্রহাস দাশ ৩১৯ বলে ৩৩২ রান তুলে অপরাজিত। বাংলার কোনও ব্যাটসম্যানের এটি সর্বাধিক স্কোর। ৫৩ টি বাউন্ডারি ও ১০টি ওভার বাউন্ডারিতে সাজানো চন্দ্রহাসের ইনিংস। আশুতোষ কুমার ৬৮ বলে ৫৩ রানে অপরাজিত। অগস্ত্যা শুক্লা ৩৩ বলে ২৩ করে। রোহিত ৭ রানে অপরাজিত। এদিকে, ঈশানের সর্বাধিক ৩ উইকেট জয়।

অন্যদিকে, এর জবাবে খেলায় ৩২.৫ ওভারে ১২২ রানে চণ্ডীগড়ের প্রথম ইনিংস শেষ। ৩৩ রানে প্রথম উইকেটের পতন। ১৮.২ ওভারে ৮৯ রানে চণ্ডীগড় দ্বিতীয় উইকেট হারায়। এরপরই বিপক্ষের শিবিরে ধস নামিয়েছে বাংলার বোলাররা। ওপেনার অভিমন্যু ৮০ বলে - ৭০ রান। রোহিতের (৯ - ৩ -১৮ - ৫) বোলিং গড়। একটি রান আউটও সে করেছে। অগস্ত্যা শুক্লা ও আশুতোষ কুমার ২টি করে উইকেট পায়। ফলো - অনে বাধ্য হয়ে চণ্ডীগড় ৪ ওভারে বিনা উইকেটে ১৭ রান তোলে। জয় ছিনিয়ে নিতে দৃঢ় প্রতীজ্ঞ বাংলা শিবির। আগামীকাল শেষ দিন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande