
নয়ডা, ২৪ নভেম্বর (হি.স.): উত্তর প্রদেশের গৌতম বুদ্ধ নগরে উদ্ধার বছর ৪৫-এর এক প্রৌঢ়ের মৃতদেহ। ঘটনাটি ঘটে রবিবার রাতে, সেক্টর ৬৩-র ছিজারসি কলোনির গ্র্যান্ড হোটেলে। সোমবার পুলিশ সূত্রে জানা গেছে , নিহতের নাম বিকাশ, সে বিহারের কাটিহারের বাসিন্দা।
রবিবার রাতে বিকাশ এই হোটেলে আসে। এরপর হোটেলের এক কর্মচারী বারবার তার ঘরের দরজায় ধাক্কা দেওয়া সত্ত্বেও কোনও সাড়া না পাওয়ায় পুলিশকে খবর দেয়। খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ও বিকাশকে তাঁর ঘরের বিছানায় মৃত অবস্থায় উদ্ধার করে। যদিও তার মৃত্যুর সঠিক কারণ কী, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। মৃত্যুর কারণ খতিয়ে দেখতে দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ময়নাতদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ সমন্ধে নিশ্চিত হওয়া যাবে বলে জানায় পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক