দেশের ৫৩ তম প্রধান বিচারপতিকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর
কলকাতা, ২৪ নভেম্বর (হি. স.) : দেশের ৫৩ তম প্রধান বিচারপতিকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এক্স হ্যান্ডেলে সোমবার এক বার্তায় তিনি লিখেছেন যে, ভারতের ৫৩ তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচারপতি সূ
কেন্দ্রীয় সরকারের গেজেট বিঞ্জপ্তি প্রকাশিত


কলকাতা, ২৪ নভেম্বর (হি. স.) : দেশের ৫৩ তম প্রধান বিচারপতিকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এক্স হ্যান্ডেলে সোমবার এক বার্তায় তিনি লিখেছেন যে, ভারতের ৫৩ তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচারপতি সূর্য কান্ত। তাঁকে আন্তরিক অভিনন্দন জানাই। সেইসঙ্গে ভারতীয় বিচারব্যবস্থাকে তাঁর নেতৃত্ব আরও শক্তিশালী করবে এবং ন্যায়, গণতন্ত্র ও যুক্তরাষ্ট্রীয় কাঠামোর স্তম্ভগুলিকে সুদৃঢ় রাখবে - এই আশা করি।

জয় হিন্দ।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ সোমবার শপথ নিয়েছেন বিচারপতি সূর্য কান্ত। বিদায়ী প্রধান বিচারপতি বি আর গাভাই অবসর নেওয়ার পর ৫৩-তম প্রধান বিচারপতি পদে তিনি শপথ নিয়েছেন।

রাষ্ট্রপতি ভবনে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে সূর্য কান্তকে প্রধান বিচারপতি পদে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এর আগে বিদায়ী প্রধান বিচারপতি গাভাইয়ের প্রস্তাব অনুসারে রাষ্ট্রপতিই বিচারপতি সূর্য কান্তকে পরবর্তী প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ করেছিলেন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande