
হাওড়ার, ২৪ নভেম্বর, (হি.স.): নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেল স্কুলের পড়ুয়াদের নিয়ে যাওয়া গাড়ি। মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে তিন পড়ুয়া। জখম আরও দুই পড়ুয়া। ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ায়।দুর্ঘটনার পরেই পলাতক পুলকারের চালক।
প্রশ্ন উঠেছে, অন্য একটি গাড়ির সঙ্গে কি রেষারেষি চলছিল? তার জেরেই কি এই দুর্ঘটনা? পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
জানা গিয়েছে, ওই চারচাকার মারুতি গাড়ি করে পড়ুয়ারা স্কুলে যাতায়াত করত। উলুবেড়িয়ারই কোনও একটি ইংরাজি মাধ্যম স্কুলের পড়ুয়া তারা। সোমবারও স্কুল ছুটির পর পড়ুয়ারা ওই পুলকার করেই বাড়ি ফিরছিল।
উলুবেড়িয়া বহিরা এলাকা দিয়ে যাওয়ার সময় গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। গাড়িটি পুকুরে পড়ে যায়। গাড়ির মধ্যেই আটকে থাকে ছোট ছোট পড়ুয়ারা।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত