পঞ্চভূতে বিলীন ধর্মেন্দ্র, মুখাগ্নি করলেন সানি দেওল
মুম্বই, ২৪ নভেম্বর (হি. স.) : প্রয়াত বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র । সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। বয়স হয়েছিল ৮৯ বছর৷ এদিন বিকেলেই মুম্বইয়ের ভিলে পার্লের পবন হন্স শ্মশানঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। ধর্মেন্দ্রর জ্যেষ্ঠ পু
পঞ্চভূতে বিলীন ধর্মেন্দ্র, মুখাগ্নি করলেন সানি দেওল


মুম্বই, ২৪ নভেম্বর (হি. স.) : প্রয়াত বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র । সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। বয়স হয়েছিল ৮৯ বছর৷ এদিন বিকেলেই মুম্বইয়ের ভিলে পার্লের পবন হন্স শ্মশানঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। ধর্মেন্দ্রর জ্যেষ্ঠ পুত্র সানি দেওলই তাঁর মুখাগ্নি করেন। শেষযাত্রায় উপস্থিত ছিল তাঁর গোটা পরিবার৷

সোমবার সকাল থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। এদিন দুপুরে মুম্বইয়ের জুহুতে ধর্মেন্দ্রের বাড়ির সামনে একটি অ্যাম্বুল্যান্স আসতেই চারদিকে ছড়িয়ে পড়ে উৎকণ্ঠা। অভিনেতার বাড়িতে একের পর এক বলিউড তারকাদের আনাগোনা শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে নিরাপত্তা। সূত্রের খবর, ধর্মেন্দ্রর মুখাগ্নি করেছেন সানি দেওল । ইতিমধ্যেই শেষকৃত্যও নাকি শেষ হয়ে গিয়েছে। তবে এখনও চুপ গোটা পরিবার। সাধারণ মানুষ, যাঁরা ধর্মেন্দ্রর অনুরাগী, তাঁরা কিছুই বুঝতে পারলেন না। জানাতে পারলেন না শেষ শ্রদ্ধা। এদিন অভিনেতাকে শেষ বিদায় জানাতে উপস্থিত হয়েছিল প্রায় গোটা বলিউড৷ উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন, আমির খান৷ তাঁদের পরপরই পৌঁছন সলমন খান। বিগ বস ১৯-এর শুটিং-এর ব্যস্ত সূচির মধ্যেও ছুটে আসেন সলমন৷ তাঁকে সারাজীবন নিজের ছেলের মতোই ভালবাসতেন ধর্মেন্দ্র।

শোলে তারকা অমিতাভ বচ্চনও বীরুর শেষ বিদায় জানাতে এসেছিলেন এবং আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। শ্মশান থেকে সোশ্যাল মিডিয়া পর্যন্ত ধর্মেন্দ্রকে শ্রদ্ধা জানাতে মানুষের দীর্ঘ লাইন দেখা গেছে। তাঁর মৃতদেহ বহনকারী অ্যাম্বুলেন্সের ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হচ্ছে।

প্রসঙ্গত, গত ৩১ অক্টোবর মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিলেন অভিনেতা। ১০ নভেম্বর তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হয়। এমনকি সে সময় ছড়িয়ে পড়ে মৃত্যুর গুঞ্জন। যা নিয়ে হেমা মালিনী এবং এষা দেওল ভীষণ ক্ষুব্ধ হন। রীতিমতো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান, ধর্মেন্দ্র সুস্থ । তাঁকে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানেই চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁকে রাখা হবে। তারপর থেকে বাড়িতেই চলছিল চিকিৎসা।

আগামী ডিসেম্বর মাসে ৯০ বছরে পা রাখতেন ধর্মেন্দ্র। ৯০ বছর বয়স হলেও, বলিউডে এখনও দাপটের সঙ্গে কাজ করে যাচ্ছিলেন। জয়া বচ্চন ও শাবানা আজমির সঙ্গে জুটি বেঁধে করণ জোহরে রকি অউর রানি কি প্রেমে কাহানি ছবিতে তো তাঁর অভিনয় সিনেমার পর্দায় ম্যাজিক তৈরি করেছিল। এমনকী, সদ্য প্রকাশ্যে এসেছে তাঁর ‘ইক্কিস’ ছবির ঝলক। যেখানে ধর্মেন্দ্রকে বোঝাই যায় না তাঁর নব্বই বছর বয়স। ধর্মেন্দ্র প্রয়াণ স্বাভাবিক ভাবেই বলিউডের একটি যুগের অবসান। বলিউডের হিম্যানকে হারিয়ে শোকস্তব্ধ গোটা দেশ।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande